সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক, কবি ও কণ্ঠশিল্পী যাকিউল হক জাকী গত শনিবার রাত ১০ টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কবি যাকিউল হক জাকী দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
মৃত্যু সংবাদ শুনে ছুটে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরীর আমির নুরুল ইসলাম বুলবুল। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অসংখ্য কবি- লেখক- শিল্পী- সংস্কৃতিজন উপস্থিত হন। রাত ১ টায় ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে রাত প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, মহানগর সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল এবং মরহুমের ছেলে আবু নজম মুহাম্মদ জারিফ। পরিবারের ইচ্ছানুযায়ী সিটি আমীর জানাজার ইমামতি করেন।
রবিবার সকাল ৮ টায় দ্বিতীয় জানাজা নিজ জন্মভূমি বগুড়ায় অনুষ্ঠিত হয়। সেখানে স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা ১১ টায় পৈতৃক ভূমি জয়পুরহাটের আক্কেলপুরে তৃতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
সর্বশেষ জানাজার পূর্বে বক্তব্য রাখেন মরহুমের পিতা মাওলানা কাজী আব্দুর রহীম, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, ড. আব্দুল মান্নান, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান, জামায়াত সমর্থিত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী রাশেদুল আলম সবুজ, থানা আমীর, মরহুমের চাচা, বড় ভাই নামিরুল হক জার্জিস ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল। কফিনের বহরে আরো উপস্থিত ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি আল্লামা ইকবাল, এম এ তাওহিদ, আব্দুর রহমান, অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আতাউর রহমান, আব্দুল জলিল এবং পরিবারের সদস্যবৃন্দ।
যাকিউল হক জাকী ছাত্রজীবনে তামিরুল মিল্লাত ও ঢাকা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক ছিলেন, এছাড়া জুভিনাইল ভয়েজ ম্যাগাজিনের সহকারী সম্পাদক, দিগন্ত টেলিভিশনের প্রযোজক ও আর্কাইভ ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন । সর্বশেষ সোনারগাঁও সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আল মানার অডিও ভিজ্যুয়াল সেন্টারের সিইও ছিলেন।
জাকিউল হক জাকীর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, কবি আল মুজাহিদী, কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান, সেক্রেটারি ইবরাহীম বাহারী, সাহিত্য সংষ্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল, কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত ও অন্যান্য সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ।