জুলাই সনদের আইনী ভিত্তি ও ৭ দফা দাবি আদায়ের লক্ষে রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের মিছিল

মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার , প্রকাশ:22 আগস্ট 2025, 05:51 বিকাল
news-banner

ঢাকা অফিস :

জুলাই সনদের আইনী ভিত্তি ও ৭ দফা দাবি আদায়ের দাবিতে ঢাকা-১৩(মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা) নির্বাচনী আসনে ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন এর নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরে আজ ২২ আগস্ট(শুক্রবার) সকাল ১১ টায় এক মিছিল অনুষ্টিত হয়।

Whatsapp Image 2025 08 22 At 4.57.47 Pm 1

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা -১৩ নির্বাচনী আসন পরিচালক ও মোহাম্মদপুর জোন সদস্য জনাব ডা. শফিউর রহমানের এবং ঢাকা -১৩ নির্বাচনী আসনের সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তরের থানা আমীর জনাব আব্দুল আওয়াল আজম।

Whatsapp Image 2025 08 22 At 4.57.43 Pm

উক্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিভিন্ন থানার থানা আমীরসহ মোহাম্মদপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Whatsapp Image 2025 08 22 At 4.57.47 Pm 2

ছবি : আহসানুল ইসলাম রবিউল , স্টাফ রিপোর্টার 

মুল্যবান মন্তব্য করুন