আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

আরিফুল ইসলাম , প্রকাশ:10 জুলাই 2025, 06:48 সকাল
news-banner

ছাত্ররাজনীতির ভেতর থেকে উঠে আসা এক সক্রিয় সংগঠকের কণ্ঠস্বর সিবগাতুল্লাহ সিবগা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। বর্তমানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্বে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোটা আন্দোলনের শুরু থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত তার সম্পৃক্ততা, প্রশাসনিক বাধা, ছাত্রসংগ্রামের চরিত্র এবং রাজনৈতিক ঐক্যের প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সিবগাতুল্লাহ সিবগা।

তার বাসস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে ছাত্ররাজনীতির বাস্তব চিত্র, আন্দোলনের অন্তর্গত কৌশল এবং ভবিষ্যৎ ছাত্ররাজনীতির রূপরেখা।

উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও জেলায় জন্ম এ নেতার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পড়াশোনা সেখানেই শেষ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে এমডিএস করছেন।

বাসস: আপনি বর্তমানে কোন সংগঠনের সঙ্গে যুক্ত? এ বিষয়ে কিছু বলুন এবং এখন আপনার পদবি কী?

সিবগাতুল্লাহ সিবগা: আমি বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক। এর আগে ২০২২ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম। এরপর ২০২৫ সেশনে অফিস সম্পাদকের দায়িত্বে আছি।

বাসস: আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তখন কি ক্যাম্পাসে ছাত্রশিবির নিষিদ্ধ ছিল? সে সময়ে আপনারা কীভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছেন?

সিবগাতুল্লাহ সিবগা: ছাত্রশিবির কখনোই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল না। তবে আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার একপর্যায়ে ছাত্রশিবির নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু ততদিনে তাদের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। এছাড়া সরকার অবৈধভাবে সাধারণ শিক্ষার্থী ও শিবিরের নেতাকর্মীদের ক্যাম্পাসে নানাভাবে নির্যাতন-নিপীড়ন করেছে। দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা চালু ছিল, যেখানে ভিন্নমতের কাউকে সহ্য করা হতো না। এ অবস্থায় তারা বিভিন্ন শ্রেণির মানুষের ওপরও দমন-পীড়ন চালাত। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছাত্রদলের কেউই ক্যাম্পাসে থাকতে পারত না। একইভাবে শিবিরসহ অন্য কোনো দলও সংগঠনের পরিচয়ে টিকতে পারেনি।

সংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবিরকে বিভিন্নভাবে অবদমনের চেষ্টা করা হয়েছে। কিন্তু শিবির কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম বন্ধ করেনি। ছাত্রশিবিরের কাজ মূলত নৈতিক ও একাডেমিক। আমরা পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ফোকাস করি। মিছিল-মিটিং আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, সেগুলো সচরাচর করিও না। অভ্যন্তরীণ যোগাযোগ, নিয়মিত বৈঠক এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো বজায় রাখা- এই বিষয়গুলোতে আমরা সর্বাধিক গুরুত্ব দেই।

বাসস: ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আপনি কীভাবে এবং কখন যুক্ত হলেন? ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও কি আপনার ভূমিকা ছিল?

সিবগাতুল্লাহ সিবগা: কোটা আন্দোলনকে কেবল ২০১৮ সাল থেকে শুরু বলা ঠিক হবে না। এটি দীর্ঘদিনের লড়াই। ১৯৯৬-৯৭ সালে কোটা ব্যবস্থা পুনর্বিবেচনার সময় থেকেই ইসলামী ছাত্রশিবির এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আসছে। এরপর ২০০৮ এবং ২০১৩ সালে আন্দোলন হয়েছে, সেগুলোতেও আমরা ছিলাম। সবশেষে ২০১৮ সালের আন্দোলন। তাই এটিকে শুধু ২০১৮ সালের মধ্যে সীমাবদ্ধ করলে প্রকৃত ইতিহাস জানা যাবে না।

২০১৮ সালের আন্দোলনের সময় আমি ঢাবির ছাত্র ছিলাম। মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছি। সেসময় আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। জনমত গঠন, আমাদের জনশক্তিকে আন্দোলনে যুক্ত করা এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। যেহেতু ওই সময় আন্দোলনে অরাজনৈতিক গোষ্ঠী সামনের সারিতে ছিল, তাই সাংগঠনিক বিষয়গুলোতে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরই সর্বাত্মক সহায়তা করেছে।

বাসস: ২০২৪ সালের জুনে কোটা বাতিলের পর ধারাবাহিক আন্দোলন শুরু হয়। তখন আপনি কিভাবে যুক্ত হলেন?

সিবগাতুল্লাহ সিবগা: কোটা বাতিলের পর আমরা অভ্যন্তরীণ বৈঠক করেছি। আলোচনা করেছি যে, আন্দোলনে আমরা কীভাবে অংশ নেব। আমাদের বড় দাবি ছিল চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ, কোটা নয়। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যে করেই হোক কোটাব্যবস্থা যাতে পুনর্বহাল না হয়, সেটি প্রতিরোধ করতে হবে।

বাসস: সে সময়ে প্রশাসন কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছিল? এবং আপনারা কীভাবে সেগুলো মোকাবিলা করেছেন?

সিবগাতুল্লাহ সিবগা: প্রশাসনের উচ্চপদস্থরা মূলত সরকারের সুবিধাভোগী ছিলেন। তারা কোনোভাবেই চায়নি আন্দোলন সফল হোক। কর্মসূচিগুলোতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক প্রকার অসহযোগিতা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়িও ছিল। তবে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে তারা বড় কোনো দমনমূলক পদক্ষেপ চাপিয়ে দিতে পারেনি।

প্রথমে হল প্রভোস্ট এবং পরে ছাত্রলীগের মাধ্যমে বিভিন্ন স্থানে আন্দোলন দমন করার চেষ্টা করা হয়। শিক্ষার্থীরা যেন হল থেকে বের হয়ে আন্দোলনে অংশ নিতে না পারে, সেজন্য তাদের চিহ্নিত করা এবং দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল।

বাসস: চব্বিশের কোটা আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। যেখানে বাম-ডান সব মতাদর্শের দল অংশ নিয়ছিল। সবাই একত্রিত হওয়ার পেছনে কী কারণ আছে বলে আপনি মনে করেন?

সিবগাতুল্লাহ সিবগা: কোটা ব্যবস্থা বাতিল হোক, এটা সব শিক্ষার্থী ও রাজনৈতিক দলের চাওয়া ছিলো। কিন্তু যৌক্তিক দাবি আদায়ের জন্য রাস্তায় নামা ছাত্রদের ওপর যখন গুলি চালানো হলো, তখন তারা দ্রোহ করেছে। সরকারের উদ্দেশ্যে বলেছে, আমরা তোমাদের মানি না। ছাত্রদের বক্তব্য ছিলো, আমরা দাবি আদায়ের জন্য নামবো আর তুমি (সরকার) গুলি করবা! তাতো হবে না। বিশেষ করে আবু সাইদের গুলিবিদ্ধ হওয়াসহ সমসাময়িক অসংখ্য ঘটনায় সব শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। আর তাদের সঙ্গে সংহতি জানাতে নেমে আসে সকল রাজনৈতিক দল।

বাসস: ১৫ জুলাইয়ের ঘটনা প্রসঙ্গে জানতে চাই। সেদিন ছাত্রলীগ ভিসি চত্ত্বরে শিক্ষার্থীদের ওপর হামলা করে। আপনারা দলীয়ভাবে যুক্ত ছিলেন কি? কীভাবে প্রতিরোধ করেছেন?

সিবগাতুল্লাহ সিবগা: ঘটনার শুরু মূলত ১৪ জুলাই। ওইদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ শিক্ষার্থীদের রাজাকারে বাচ্চা বলেছিলেন। তখন আমি ক্যাম্পাসে ছিলাম না, কিন্তু খবর পাই রাতে কয়েকটি হলে এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। ‘রাজাকারের বাচ্চা’ ট্যাগ দিয়ে শেখ হাসিনা যে ফ্রেমিং করেছিলেন সেটিকে সবাই নিজের ওপর নিয়ে স্লোগান দেয় ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার!!’

এর প্রতিবাদে পরদিন পুরো ক্যাম্পাসে মিছিল হয়, সেখানে আমরাও ছিলাম। হলের মেয়েরাও তালা ভেঙ্গে যোগ দেয়। প্রায় সব শিক্ষার্থী মিছিলে অংশ নিয়েছিলেন।

তখন অবশ্য মনে হয়েছিলো, ক্যাম্পাসে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে। কারণ সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী বয়ানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। ওইদিনের কর্মসূচিতে সরকার বা ছাত্রলীগ হার্ডলাইনে যেতে পারে আশংকায় আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম।

এর বাইরে, ১৫ তারিখে যখন খবর আসে ‘বিজয় ৭১’ হল থেকে কাউকে বের হতে দিচ্ছে না, তখন রাজুতে অবস্থান নেওয়া মিছিলের একটি অংশ ক্যাম্পাসের দিকে মুভ করে। আপনারা জানেন, সেই মিছিলেও হামলা চালানো হয়। হামলার অসংখ্য ফুটেজ কিছুক্ষণের মধ্যেই আমাদের হাত আসে। সেখানে দেখা যায়, শিক্ষার্থীদের বিশেষ করে নারীদের ওপর হামলা চালানো হয়েছিল। এসব ফুটেজ সবগুলো সংগ্রহ করে পুরো দেশে ছড়িয়ে দেওয়া হয়। ঢাবি ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিপীড়নের শিকার হচ্ছে, তা যাতে সবাই জানতে পারে। এই জায়গাটাতে অনেকগুলো স্টেক হোল্ডার চমৎকারভাবে কাজ করেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাংবাদিকতা করেছে। এছাড়াও কিছু ক্ষেত্রে ফ্রিল্যান্সার ও ঘটনাস্থলে দায়িত্বরত গণমাধ্যম কর্মীদেরও সহযোগীতা পেয়েছি।

বাসস: ১৫ তারিখে শহীদুল্লাহ হলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন ওই হলটিতে মূলত অবরুদ্ধ অবস্থা বিরাজ করছিলো। বলা হয়, শিবিরের শক্ত ভূমিকার কারণেই ছাত্রলীগ সেদিন সেখানে ঢুকতে পারেনি। বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন?

সিবগাতুল্লাহ সিবগা: সেদিন শিক্ষার্থীদের মারধর করা হয় এমনকি হাসপতালেও হামলা চালানো হয়েছিল। ওই মুহুর্তে বিশ্ববিদ্যালয় সভাপতি আমাকে ফোন দিয়ে সব জানায়। দেখলাম হামলায় আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে গেছে, কিন্তু সেখানেও হামলার শিকার হচ্ছেন। সে সময় ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর পূর্বসহ বেশ কয়েকটি শাখাকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম হামলাকারীদের প্রতিরোধ করতে। তারা লাঠিসোটা নিয়ে সেখানে যায়। তাদেরকে বলি, মিছিল নিয়ে মেডিকেল হয়ে শহীদুল্লাহ হলের পাশ দিয়ে চলে যেতে। একই সঙ্গে জানানো হয়, সমন্বয়করা ভয় পাচ্ছেন পরদিনের কর্মসূচি দেওয়া নিয়ে। কারণ সেখানে পর্যাপ্ত লোক না থাকলে কর্মসূচি ঘোষণাটা একটু কঠিন হতে পারে। পরবর্তীতে দুই মহানগরীর কিছু জনশক্তি এসে ছাত্রলীগকে ধাওয়া দেয়। ওই সময়টাতেই মূলত সংবাদ সম্মেলন করা হয়।

বাসস: আপনি বলতে চাচ্ছেন ১৫ তারিখ রাতের সংবাদ সম্মেলনটা মূলত আপনারাই অ্যারেঞ্জ করে দিয়েছিলেন?

সিবগাতুল্লাগ সিবগা: হ্যাঁ, ঠিক তাই। আশেপাশের পুরোটা জুড়েই আমাদের জনশক্তি ছিলো। কয়েকটা গ্রুপকে প্রস্তুত রেখেছিলাম ক্যাম্পাসের আশপাশে, যাতে যেকোন সময় যেকোন হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়।

বাসস: সরকার পতনের সময় অনেক চ্যালেঞ্জ ছিলো। সে সময় ছাত্র শিবির কোন কোন ক্ষেত্রে অবদান রেখেছিলো নির্দিষ্ট করে জানাবেন।

সিবগাতুল্লাহ সিবগা: ১৬ তারিখ ক্যাম্পাসের অবস্থা ছিল বেশি ক্রিটিক্যাল। ওইদিন সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই দিনের পর থেকে আন্দোলনটা অন্য মাত্রায় মোড় নেয়।

আরেকটা বিষয়, কোন রাজনৈতিক দলের ব্যানারে কোটা ইস্যুতে সবচেয়ে বড় মিছিলটিও হয়েছিলো ওইদিনই। সেটি শিবিরই করেছিলো। দেশের সব গণমাধ্যমেই এ খবরটি প্রচার করা হয়। মিছিলের পর আমাদের জনশক্তি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিতে থাকে।

মহানগরসহ কয়েকটি কলেজ শাখার জনশক্তি ঢাকা কলেজ, সিটি কলেজ ও সায়েন্সল্যাবে অবস্থান নেয়। আমাদের মূল ফোকাস ছিলো, সবার দৃষ্টি ওই স্থানগুলোতে আকৃষ্ট করা। যাতে ক্যম্পাসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হতে পারে। নির্দেশনা ছিল মিছিল করে করে পরে সবাই ক্যাম্পাসের দিকে আসবে। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় আওয়ামী সন্ত্রসীদের গুলির মুখে সেটা আর হয়ে ওঠেনি।

একই সঙ্গে চানখারপুল এলাকায় যে মারমারি হয়, সেখানে হাজী সেলিমের একটা গ্রুপও ছিলো। তখন শিবির মূলত সেখানে ঢাল হিসেবে দাঁড়িয়েছিল যাতে হাজী সেলিমের লোকজন ক্যাম্পাসে ঢুকতে না পারে। একই সময়ে শিক্ষার্থী প্রচুর লাঠি সংগ্রহ করে জড়ো করে ক্যম্পাসে ও শহীদ মিনারে। এর মধ্যে একটা বড় অংশ বাহির থেকে আমাদের জনশক্তির সরবরাহ করা। সেদিন সারাদেশে আবু সাইদসহ কমপক্ষে ৬ জন শাহাদত বরণ করে। ওই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিসহ হলে প্রবেশ করে। রাতের বেলা তারা ঐক্যবদ্ধভাবে একের পর এক হল এবং ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে।

বাসস: এটা কি আসলে শিবিরের নেতৃত্বে হয়েছিল?

সিবগাতুল্লাহ সিবগা: এটা সাধারণ ছাত্রদের নেতৃত্বে হয়েছিল। তবে শিবিরেরও এখানে বড় ভূমিকা ছিল, বলা যায়। কারণ সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছিল। যারা তাদের ভাইদের হত্যা করেছিল, তাদের সঙ্গে হল শেয়ার করা নিয়ে সবার মনেই ক্ষোভ ছিল। শিক্ষার্থীরা ভেবেছিল, যে ছাত্রলীগ এতদিন গেস্টরুমে নির্যাতন চালিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় এসেছে।

বাসস: ১৭ তারিখের গায়েবানা জানাজা কীভাবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দিল?

সিবগাতুল্লাহ সিবগা: ১৭ তারিখ সকালেই সব হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, প্রশাসনেরও ক্যাম্পাস খালি করার প্রবণতা ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ক্যাম্পাস না ছাড়ার। পরে দেখা গেল, আর থাকা সম্ভব নয়। তখন সবাই ধীরে ধীরে গায়েবানা জানাজায় অংশ নেয়। সেখানেও সাউন্ড গ্রেনেডসহ নানা হামলা চালানো হয়।

সে সময় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে ফোন করে বলা হয়, নিউমার্কেটে ১৬ তারিখের সংঘর্ষে শহীদ হওয়া একজনের লাশ ক্যাম্পাসে আনা যায় কি না। সেটা সম্ভব হয়নি। পরে খবর পাই, কামরাঙ্গীরচরেও একজন মারা গেছেন। সেখানে গিয়ে জানতে পারি লাশের জানাজা পড়তে দেওয়া হয়নি; সরাসরি গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে লাশ না পেয়ে ছাত্রশিবিরের তত্ত্বাবধানে ক্যাম্পাসে অনেকগুলো প্রতীকী কফিন নিয়ে যাওয়া হয়।

বাসস: যখন শিক্ষার্থীদের ধরপাকড় শুরু হয়, তখন কীভাবে তা এড়িয়েছিলেন? ওই সময় আপনার পরিবার এবং আপনি কি কোনো ভয়ংকর অভিজ্ঞতা বা বিপদের সম্মুখীন হয়েছিলেন? কীভাবে তা মোকাবিলা করেছিলেন?

সিবগাতুল্লাহ সিবগা: পুরো সময়টাই আমাদের জন্য কঠিন ছিল। আমাকে তো আগে থেকেই শিবিরের নেতা হিসেবে সবাই চিনত। ঢাবির সাবেক দায়িত্বশীলদের একজন হিসেবে ১৬ তারিখ শিবিরের মিছিলেও ছিলাম। গোয়েন্দা সংস্থাসহ অন্যরা আমাদের খুঁজছিল-সেই খবরও পেয়েছিলাম। তবুও মাঠে থাকার লক্ষ্য থেকে সরে আসিনি।

কিছু সতর্কতা অবলম্বন করেছিলাম। যতদিন নেটওয়ার্ক ছিল, ততদিন অনলাইন ব্যবহার করেছি; অফলাইন এড়িয়ে চলেছি। নেটওয়ার্ক বন্ধ হলে এক ফোন একাধিকবার ব্যবহার করিনি। এভাবে মাঠপর্যায়ের যোগাযোগ ধরে রেখেছি। ঢাকা শহরের কোথায় কোথায় ছাত্ররা নামছে, সেখানে আমাদের কারা আছে, সবসময় তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। এই নেটওয়ার্ক মেইনটেইন করতে গিয়ে যে কোনো সময় গ্রেপ্তার বা নির্যাতনের ঝুঁকি ছিল।

বাসস: আপনি কি কখনো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন? এরকম কোনো ঘটনা থাকলে বলুন।

সিবগাতুল্লাহ সিবগা: হ্যাঁ, আছে। ৪ তারিখের ঘটনা বলি। আমরা বেলা ১১টার দিকে শাহবাগে পৌঁছাই। তখন পিজি হাসপাতালের পাশ থেকে ছাত্রলীগ গুলি চালানো শুরু করে। তখনও সেখানে জনসমাগম হয়নি; আমরা মাত্র কয়েকজন ছিলাম। গুলি শুরু হলে আমরা ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ করি। তাদের গুলিতে আমাদের কয়েকজন আহত হন। তারপরও আমরা তাদের হটাতে সক্ষম হই। এর ফলে ৪ তারিখ শাহবাগে ভালোভাবে অবস্থান নেওয়া সম্ভব হয়। বিকেলে খবর আসে সায়েন্সল্যাব ও ঝিগাতলায় ভয়াবহ সংঘর্ষ চলছে। তখন শাহবাগ থেকে আমরা প্রায় ৭-৮ শতাধিক মানুষ নিয়ে ঝিগাতলার দিকে যাই। সেখানে পুলিশ, ছাত্রলীগ ও অন্যদের সঙ্গে সংঘর্ষ চলে মাগরিব পর্যন্ত।

বাসস: পুরো সময় আপনি কি আন্দোলনের নেতৃত্বে মাঠে ছিলেন?

সিবগাতুল্লাহ সিবগা: হ্যাঁ, ছিলাম।

বাসস: ঢাবি বন্ধ ঘোষণার পর আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে পড়ে। ওই সময়ে কীভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনকে জিইয়ে রাখল? এতে ছাত্রশিবিরের ভূমিকা কী ছিল?

সিবগাতুল্লাহ সিবগা: ১৭ তারিখ ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া আমাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করি।

বাসস: কেন তাদের যুক্ত করার কথা মনে হয়েছিল?

সিবগাতুল্লাহ সিবগা: ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল। সবাইকে হল ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকায় মেসে থাকত। তখনো প্রাইভেট বন্ধ হয়নি, ফলে তারা রাজধানীতেই ছিল। অনেকের বাসাই ছিলো এখানে। সুতরাং তাদের রাস্তায় নামানো গেলে আন্দোলন কার্যকর রাখা সম্ভব ছিল। সেই পরিকল্পনা করেই তাদের যুক্ত করা হয়।

বাসস: কোন সিদ্ধান্তগুলো এই আন্দোলনকে সফল করতে বড় ভূমিকা রেখেছিল?

সিবগাতুল্লাহ সিবগা: সবচেয়ে বড় বিষয় ছিল ‘৯ দফা’ ঘোষণা।

বাসস: ৯ দফার ঘোষক নিয়ে বিতর্ক রয়েছে। এ বিষয়ে বিস্তারিত বলবেন?

সিবগাতুল্লাহ সিবগা: ৯ দফা মূলত আমাদের পক্ষ থেকেই তৈরি করা হয়েছিল। নেট বন্ধ হয়ে যাওয়ায় পরদিনের কর্মসূচি কাউকে না কাউকে ঘোষণা করতে হতো। এমন পরিস্থিতিতে ইসলামী ছাত্রশিবিরের একটি গ্রুপ ৯ দফা প্রস্তুত করে, যা পরে আমরা চূড়ান্ত করি। আপনারা জানেন, ৯ দফা আব্দুল কাদেরের মাধ্যমে দেওয়া হয়। আমাদের একাধিক অপশন ছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে, সে দিতে পারে। আন্দোলন-সংগ্রামের সময়টাতে আগে থেকেই তার সঙ্গে যোগাযোগ ছিল। এজন্য তার মাধ্যমে সামনে নিয়ে আসা হয়েছে ৯ দফা। কিন্তু তার তো প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার সক্ষমতা ছিল না। সেজন্য আমরা প্রিন্ট করে অনেকগুলো মিডিয়া হাউজে পৌঁছে দেই। এরপর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা নিই। আমাদের ৯ দফা প্রতিষ্ঠিত হওয়ার অন্যতম বড় জায়গা ছিল আন্তর্জাতিক মিডিয়া। আব্দুল কাদেরকে মূলত সেইফ হোমে রাখা হয়েছিল, আমিই রেখেছিলাম। সেখান থেকে তার ৯ দফা ঘোষণার ভিডিও ধারণ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে পাঠানো হয়।

ওই সময়ে এভাবে প্রতিদিন কর্মসূচি দেওয়া এবং পরদিন কী করা হবে তা ঠিক করা হতো। নেট বন্ধ হওয়ার আগে বিষয়গুলো সমন্বয়করা দেখত। কিন্তু নেট বিচ্ছিন্ন হওয়ায় আন্দোলন এক প্রকার স্তিমিত হয়ে পড়েছিল। মানুষজন রাস্তায় শহীদ হচ্ছে, এ অবস্থায় পরদিনের কর্মসূচিটা আসলে কে দেবে? এই জায়গায় ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা শহরে কোথায় কোন জায়গায় কে আন্দোলন করছে, কিভাবে করছে, ঢাকা সিটির প্রবেশপথ থেকে শুরু করে অন্যান্য জায়গায় খবর ছড়িয়ে দেওয়া বা বার্তা পৌঁছানোর কাজটি আমাদের জনশক্তিই করেছে। এটি যা যুগান্তকারী পদক্ষেপ ছিল বলে মনে করি।

বাসস: এ ধরনের আরো কোনো ঘটনা আছে?

সিবগাতুল্লাহ সিবগা: অসংখ্য ঘটনা আছে। পরদিনের কর্মসূচি কী হবে, তা সবাই মিলে বসে ঠিক করতাম। কখনো সমন্বয়করা জেলে থাকতেন, তবুও তাদের সঙ্গে যোগাযোগ রেখে কর্মসূচি ঘোষণা করা হত।

বাসস: আন্দোলন শুরুতে শুধু শিক্ষার্থীদের ছিল, পরে সাধারণ মানুষও যোগ দেয়। এখানে আপনারা কোনো ভূমিকা রেখেছিলেন কি?

সিবগাতুল্লাহ সিবগা: অবশ্যই। সাধারণ মানুষের বড় একটি অংশ আওয়ামী লীগের ভুক্তভোগী ছিল। ফলে তা

মুল্যবান মন্তব্য করুন