২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটকে কিছুটা ‘ব্যতিক্রমী’ বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। কারণ হিসেবে তিনি বলেন, দেশের ইতিহাসে এটিই প্রথমবারের মতো নতুন বাজেট, যা আগের বাজেটের তুলনায় ছোট।সোমবার (২ জুন) টেলিভিশনে দেওয়া বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো, আমরা ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের তুলনায় পরবর্তী অর্থবছরের জন্য একটি ছোট বাজেট প্রস্তাব করছি।’
সালেহউদ্দিন বলেন, প্রবৃদ্ধি-কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে তারা সামগ্রিক উন্নয়নের ধারণার উপর জোর দেওয়ার চেষ্টা করেছেন।
তিনি বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী ভৌত অবকাঠামো উন্নয়নকে তুলে ধরার পরিবর্তে এই অর্থ-বছরেরর বাজেটে জনগণকে অগ্রাধিকার দিয়েছি।’
এসব বিবেচনার কথা উল্লেখ করে তিনি বলেন, এই বছরের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুযোগ-সুবিধা, কর্মসংস্থান ইত্যাদির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা আগামী জুলাই মাস থেকে শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন। এটি তার প্রথম জাতীয় বাজেট উপস্থাপন।