পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দল যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই এলো বড় দুঃসংবাদ। আসন্ন সিরিজে খেলা হবে না মোস্তাফিজুর রহমানের। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে মোস্তাফিজুর রহমানের চোটে পড়ার ঘটনা নতুন নয়। এবার আইপিএলেও তার ব্যতিক্রম ঘটেনি। মাত্র ৩ ম্যাচ খেলতে গিয়েই ডেকে এনেছেন সর্বনাশ। জাতীয় দলকে করছেন উপেক্ষিত।
আইপিএলে শেষ ম্যাচে পাঞ্জাবে বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। সেই চোটে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোস্তাফিজের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরেছে। যে কারণে অন্তত ২ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। আর তার বদলে ডাকা হয়েছে খালেদ আহমেদকে।
বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে ফিজিও দেলোয়ার হোসেন বলেন, ‘আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজের বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।'
‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব,’ যোগ করেন তিনি।
এদিকে খালেদ আহমেদের কপাল খুলেছে। যদিও জাতীয় দলের হয়ে এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি এই ৩২ বছর বয়সীর। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ৯৪ উইকেট শিকার করেছেন তিনি।
এর আগে পিঠের চোটের কারণে পাকিস্তান সফরের দল থেকে ছিটকে যান সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।