ক্যারিবীয় তারকা ম্যাথু ফোর্ড বোলার হলেও এবার ব্যাট হাতেও গড়লেন বিশ্বরেকর্ড। মাত্র ১৬ বলে ফিফটি তুলে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটার।
২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্স ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সময়ে হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন। ১০ বছর পর এবার তার সেই রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবীয় পেসার ম্যাথু ফোর্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে আট নম্বরে মাঠে নেমে মাত্র ১৬ বলেই ফিফটি তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত ৮ ছক্কা ও ২ চারে করেন ৫৮ রান। অল্পের জন্যই ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ভাঙতে পারেননি।
শেষের দিকে ব্যাটিংয়ে নেমে ওয়ানডেতে ৮ ছক্কা মারার রেকর্ড করেন ফোর্ড। আট বা তার পরে ব্যাটিংয়ে নেমে এত ছক্কার নজির নেই। এর আগে সর্বোচ্চ ছিল ৭ ছক্কা আব্দুল রাজ্জাক (২০০৩) ও তানভির আফজালের (২০১৫)। এবার শেষ দিকে নেমেও তিনি ছক্কা ও চারে ম্যাচকে রাঙালেন ক্যারিবীয় এই তারকা।
উল্লেখ্য, ফোর্ড ও ডি ভিলিয়ার্সের যৌথ দখলে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড। তালিকায় এই দুজনের পরে আছেন সনৎ জয়সুরিয়া, কুশল পেরেরা, মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোনের।
এ চারজনই নিজেদের ক্যারিয়ারে ১৭ বলে ফিফটি তুলে নিয়েছেন। আর ক্যারিবীয়দের মধ্যে ওয়ানডের দ্রুততম ফিফটিতে ফোর্ডের পরেই আছেন ক্রিস গেইল (১৯), ড্যারেন সামি (২০), ব্রায়ান লারা (২৩) ও কাইরন পোলার্ড (২৩)।