সাদমান-বিজয়ে হাসছে বাংলাদেশ

, প্রকাশ:29 এপ্রিল 2025, 02:23 দুপুর
news-banner

অবশেষে চাওয়া পূর্ণটা হলো বাংলাদেশের। সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি করতে না পারা বাংলাদেশের দুই ওপেনার আজ সেঞ্চুরি জুটি গড়েছে। সেটিও নিজেদের কঠিন সময়ে। ৩২ ইনিংস পর পাওয়া সেঞ্চুরি জুটিতে হাসছে বাংলাদেশ।

কেননা সিলেট টেস্টে হেরে ঘরের মাঠে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জিততে না পারলে সিরিজই হারাবে তারা। এমন বাঁচা-মরার টেস্টেই দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার সাদমান ইসলমা ও এনামুল হক বিজয়। নতুন ওপেনারকে পেয়ে যেন উজ্জ্বীবিত হয়েছেন বাঁহাতি ব্যাটার সাদমান।

লাঞ্চে যাওয়ার আগে উদ্বোধনী জুটিতে দলকে এক শর ওপরে রান এনে দেওয়ার পথে সাদমান তুলে নিয়েছে ফিফটি। প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ রানে অপরাজিত আছেন। অন্যদিকে প্রায় ৩ বছর পর ম্যাচ খেলার সুযোগ পেয়ে ডিপিএলের ছন্দ ধরে রেখেছেন বিজয়। সেঞ্চুরির পর সেঞ্চুরি করে জাতীয় দলে সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটার অপরাজিত আছেন ৩৯ রানে ।

২৮ ওভার শেষে বাংলাদেশের দলীয় ইনিংস বিনা উইকেটে ১০৮ রান। এখনও ১১৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

এর আগে দিনের খেলা শুরু করতে নেমে প্রথম বলেই  ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়েকে অলআউট করেছেন তাইজুল ইসলাম। এতে করে জিম্বাবুয়ের দলীয় স্কোর গতদিনের রেখে যাওয়া ২২৭ রানেই শেষ হয়েছে। গতদিন ৫ উইকেট পাওয়া তাইজুল সবমিলিয়ে ৬ উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের প্রথম ইনিংসে।

মুল্যবান মন্তব্য করুন