
গলের মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চেনা মাঠ আবার তার দিকে হাত বাড়িয়েছে। ১৩ ইনিংস পর রানের ধারায় ‘প্রত্যাবর্তন’ হয়েছে মুশফিকের। লঙ্কান বোলারদের সামলে গল টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।
দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাঠে নামেন মুশফিক। শুরু থেকেই দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিনি। অধিনায়ক শান্তকে দিয়ে যাচ্ছেন যোগ্য সঙ্গ। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করার পর সাদা পোশাকে রানখরায় ভুগছিলেন। সবশেষ ১৩ ইনিংসে সর্বোচ্চ ৪০ রান তুলতে সমর্থ হয়েছিলেন।
অবশেষে সেই স্মৃতিময় গলে এসে সোনার কাঠির দেখা পেয়েছেন মুশফিক। দেখেশুনে ব্যাট চালিয়ে ১৭৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে ১২তম শতক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩ টেস্ট শতকের মালিক মুমিনুল হক। এই সেঞ্চুরির মাধ্যমে সে রেকর্ডে ভাগ বসানোর পথে এক ধাপ এগোলেন মুশফিক।
এর আগে, টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক তুলে নিয়েছেন নাজমুল হাসান শান্ত
২০২৩ সালের ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজল্যান্ডের বিপক্ষে ১০৫ রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর বছর দেড় বছরেরও বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের সুখ পাননি তিনি। অবশেষে শ্রীলঙ্কার গলে সে হতাশা কেটেছে তার। লঙ্কান বোলারদের সামলে ২০২ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক।
গল টেস্টে দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ। সেখান থেকেই অভিজ্ঞ মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাটিংয়ের হাল ধরেন শান্ত। তাদের দৃঢ়তায় এখন শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সফরকারীরা।
আর সেঞ্চুরি তুলে নিয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিলেন অধিনায়ক শান্ত। ক্যারিয়ারের ষষ্ঠ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ১১টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।