site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

খেলা
পর্তুগালের হয়ে শিরোপা জেতা ক্লাবে জেতা সব ট্রফির চেয়ে বড়: রোনালদো
প্রকাশিত: আরিফুল ইসলাম 09 জুন 2025, 04:44 দুপুর
news-banner
ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগের পর্তুগাল ও পরের পর্তুগাল সম্পূর্ণ আলাদা। পর্তুগিজ জার্সিতে রোনালদোর অভিষেকের আগে মাঝে-সাঝে বিশ্বকাপ খেলত পর্তুগাল, ছিল না কোনো বড় শিরোপা। অথচ, ২০০৩ সালে রোনালদোর অভিষেকের পর সবগুলো বিশ্বকাপ খেলার পাশাপাশি বড় তিনটি শিরোপা জিতেছে দক্ষিণ ইউরোপের সর্ব-পশ্চিমের দেশটি।

২০১৬ সালে ইউরো জেতার পর ২০১৯ সালে এই নেশনস লিগই জিতেছিলেন রোনালদো। চল্লিশে পা দেওয়া এই তারকা এই বয়সেও দলের জয়ে রাখলেন ভূমিকা। তার গোলেই সমতা আসে। পরে টাইব্রেকারে ম্যাচ জেতে পর্তুগাল। 

জাতীয় দলের হয়ে ৩টি বড় শিরোপা জেতা রোনালদো ক্লাব ফুটবলে গড়েছেন অসংখ্য রেকর্ড। পেশাদার ফুটবলের ২৩ বছরে ছোট-বড় মিলিয়ে মোট ৩২টি ট্রফি জয় করেছেন তিনি। তবে ক্লাবের সব ট্রফির চেয়ে পর্তুগালের হয়ে শিরোপাই তার কাছে সবচেয়ে বড়। 

গতকাল রবিবার রাতে ম্যাচ শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন রোনালদো। এ কান্না আনন্দের, এ কান্না সাফল্যের। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা বলেন, ‘এই মুহূর্তে আমার যে কী পরিমাণ আনন্দ হচ্ছে, সেটা মুখে বলে প্রকাশ করতে পারব না। বর্তমান প্রজন্মের কথা ভেবে খুব ভাল লাগছে। ওরা একটা বড় শিরোপার যোগ্য ছিল। এটা আমার পরিবারের কাছেও অনেক বড় প্রাপ্তি। আমার স্ত্রী, সন্তান, ভাই এবং বন্ধুরা এই ম্য়াচ দেখতে এসেছে।’

পরে তিনি আরও বলেন, ‘পর্তুগালের জার্সিতে কোনো ম্য়াচে জয়, আমার কাছে সবসময়ই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ক্লাবের হয়ে আমি একাধিক ট্রফি জয় করেছি। কিন্তু, পর্তুগালের জয়ের চেয়ে বড় জয় আমার কাছে আর কিছু নেই। আর তাই কেঁদে ফেলেছি। এটা আনন্দের জল। এই জয়টা আমার কর্তব্য।