site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই ন্যায়বিচার, আস্থা ও সমৃদ্ধ বাংলাদেশের পথ খুলবে: মোঃ মোবারক হোসাইন।
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 27 আগস্ট 2025, 01:07 দুপুর
অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই ন্যায়বিচার, আস্থা ও সমৃদ্ধ বাংলাদেশের পথ খুলবে: মোঃ মোবারক হোসাইন।
news-banner

এডিশন ডেস্কঃ 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ মোবারক হোসাইন বলেছেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, উন্নতি চায়, ন্যায়বিচার চায়। সুষ্ঠু সংস্কারের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাবে এবং গণতন্ত্র হবে আরও শক্তিশালী। এই সংস্কার জনগণের আস্থা ফিরিয়ে আনবে এবং দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।”
538630107 122140309952819464 6444195622230767253 N
গত ২৭ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুরের বছিলা কনভেনশন সেন্টারে মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
539627993 122140309988819464 7559243089531403343 N
তিনি বলেন, “আমরা চাই এমন একটি নির্বাচন, যা হবে সত্যিকারের উৎসবমুখর, যেখানে সবাই অংশ নেবে হাসিমুখে, আস্থার সঙ্গে। সকল বৈধ রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচন জনগণের জন্য আশার আলো হয়ে উঠবে। এভাবেই গণতন্ত্রকে সুদৃঢ় করা সম্ভব।”
 
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের যুবসমাজ ও নতুন প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং ন্যায্য নির্বাচন অপরিহার্য। আমি বিশ্বাস করি—আমরা একসাথে কাজ করলে সামনে একটি উজ্জ্বল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাবো।”
 
সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমীর মোঃ মাসুদুজ্জামান এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেল।
 
প্রধান অতিথি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সকল রাজনৈতিক দল যদি জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়, তবে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এই ঐক্যই জাতির জন্য আশার আলো জ্বালাবে এবং আগামী প্রজন্ম একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ পাবে।”
 
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক জনাব ডা. শফিউর রহমান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলী আহমেদ মজুমদার, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ইবাদত হোসেন, মোঃ রুহুল আমীন, মোঃ আশরাফুল আলম, মোঃ সাইফুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, এড. তাইয়্যেবুর রহমান, শাহাবুদ্দিন মিজান, মুফতি মরুফ বিল্লাহ, মুহতাসিম বিল্লাহসহ ওয়ার্ড সভাপতিরা।