site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা) নির্বাচনী আসনে জামায়াতের নির্বাচনী ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশিত: মেহেদী হাসান আনাস, সিনিয়র স্টাফ রিপোর্টার 22 আগস্ট 2025, 01:15 দুপুর
ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা) নির্বাচনী আসনে জামায়াতের নির্বাচনী ওয়ার্কশপ অনুষ্ঠিত
news-banner

ঢাকা অফিস :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বুথভিত্তিক দক্ষ পোলিং এজেন্ট তৈরির লক্ষ্যে ঢাকা-১৩ আসনে আজ ২২ আগস্ট (শুক্রবার) রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার এ  নির্বাচনী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

Whatsapp Image 2025 08 22 At 12.17.48 Pm

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা অধ্যক্ষ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা মোঃ মোবারক হোসাইন।

Whatsapp Image 2025 08 22 At 12.28.06 Pm

ঢাকা -১৩ নির্বাচনী আসন পরিচালক ও মোহাম্মদপুর জোন সদস্য জনাব ডা. শফিউর রহমানের সভাপতিত্বে এবং ঢাকা -১৩ নির্বাচনী আসনের সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তরের থানা আমীর জনাব আব্দুল আওয়াল আজমের সঞ্চালনায় উক্ত নির্বাচনী ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও মোহাম্মদপুর অঞ্চল পরিচালক জনাব ড. রেজাউল করিম, এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, বিভিন্ন থানার থানা আমীরসহ মোহাম্মদপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Whatsapp Image 2025 08 22 At 12.17.47 Pm

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নির্বাচনের ফলাফল রক্ষার মূল দায়িত্ব পোলিং এজেন্টদের উপর। তাই প্রতিটি এজেন্টকে আইন-কানুন সম্পর্কে সচেতন, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। বুথে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কাঙ্ক্ষিত বিজয় সম্ভব।”

Whatsapp Image 2025 08 22 At 12.28.04 Pm

প্রধান বক্তা জনাব মোঃ মোবারক হোসাইন বলেন, “এই নির্বাচনে আমাদের জন্য প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। পোলিং এজেন্টরা যদি আন্তরিকতা, দক্ষতা ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করেন, তবে বিজয় আমাদের নাগালে আসবে। ইনশাআল্লাহ।”

Whatsapp Image 2025 08 22 At 12.28.02 Pm

ছবি : আহসানুল ইসলাম রবিউল , স্টাফ রিপোর্টার