
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানা উত্তরের পক্ষ থেকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় আজ ২ আগস্ট ২০২৫ সকাল ১১:০০ টায় রাজধানী আগারগাঁও তাওহীদ ল্যাবরেটরি স্কুলে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম।
শেরেবাংলা নগর থানা উত্তরের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এবং ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমীর মু . আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে উক্ত দোয়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা বায়তুলমাল সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, থানা এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদের সদস্য ও ২৮ উত্তর ওয়ার্ডের সভাপতি হাফেজ মু . শাহজাহান, ওলামা বিভাগের সভাপতি এস এম সাইফুল ইসলাম, ২৮ পশ্চিম ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার মু. ইফতেখার খান সুজন, ৬০ ফিট উত্তর ওয়ার্ডের সভাপতি আসাদুজ্জামান টিপু সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবিন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন : আল্লাহ তায়ালা যে মহাগ্রন্থ আল কুরআন মানুষের জন্য পাঠিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লেলাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যে দলটি কাজ করে যাচ্ছে সেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান, যিনি ইতিমধ্যে বাংলাদের প্রতিটি অঞ্চলের শোষিত, বঞ্চিত এবং বিপদগ্রস্থ মানুষের কাছে তিনি তার কর্মকান্ডের মাধ্যমে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন এরকম একজন পরোপকারী মানুষ, এরকম একজন সৎ যোগ্য দায়িত্বশীল আজকে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা সকলে দেখেছেন গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে আমীরে জামায়াত বক্তিতা দেওয়ার সময় পরে গিয়েছিলেন, আমরা মনে করছিলাম আমীরে জামায়াত কে এখনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার কিন্তু তিনি সেখান থেকে উঠে যে ঘোষণা দিলেন সে কথা শোনে গোটা পৃথিবীর ঈমানদারদের ঈমান অনেক বৃদ্ধি পেয়েছে , তিনি বলছেন আমি কিন্তু আজ আমীরে জামায়াত হিসাবে বক্তিতা দিতে আসিনি আমি একজন সাধারন মানুষ হিসেবে এসেছে আমার মৃত্যু আল্লাহ নির্ধারিত সময়ের এক মূহর্ত আগে ও আসবে না এক মূহর্ত পরে ও হবে না, এই ঘোষণার সাথে সাথে তিনি আবার দাঁড়ালেন আবার পরে গেলেন এবং পরবর্তীতে তিনি বসেই তার বক্তিতা শেষ করলেন।
পরিশেষে তিনি বলেন এরকম একজন দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের নেতার আজকে অপারেশন চলছে, তিনি অপারেশন থিয়েটারে আছেন, তার এই অপারেশন সফল ভাবে সম্পন্ন হওয়ার জন্য আমাদের কোটি কোটি জনশক্তি আজকে দোয়া করছেন, তাদের সাথে শরিক হওয়ার জন্য আমরাও আজকে আসুন তার সুস্থতা কামনায় দোয়ায় শরিক হই।