
সাবেক বিচারপতি খায়রুল হককে দেশেরে বড় শত্রু আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বড় শত্রু এবং বিশাল ক্ষতি করেছেন বিচারপতি খায়রুল হক। তিনি একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্বে ছিলেন। তিনি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সাথে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সাথে প্রতারণা করেছেন।
‘তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে রায় দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে পূর্ণাঙ্গ যে রায় আকাশ আর পাতালের তফাৎ ছিল এবং তার রায় রাষ্ট্রের বিরুদ্ধে গেছে’ জানিয়ে তিনি বলেন, তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। যাতে ওই পদে বসে এ ধরনের কাজ করার কেউ সাহস না পায়।
আজ বৃহস্পতিবার উত্তরায় মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কয়েকজন শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত শেষে গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে সাংবাদিকদের মির্জা ফখরুল এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিচারপতি খায়রুল হককে গ্রেফতারে বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সঠিকভাবে তার তদন্ত হবে। সঠিকভাবে বিচার কার্য সম্পাদন হবে।’
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিলকে পারমানেন্ট (স্থায়ী) করার ফলে পরবর্তীকালের দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন বলেন, ‘মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গা ‘জুডিশিয়ারি। আস্থার জায়গাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন খায়রুল হক, শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনার কারণে।’
শিশু একাডেমীর ভবনটি ভেঙে ফেলার প্রক্রিয়া গ্রহণে বিরোধিতা বিএনপির মহাসচিব বলেন, ‘বিরোধিতা করি কারণেই, প্রতিষ্ঠানটি শিশুদের গঠন, বেড়ে ওঠা, মানসিকতা তৈরি, অ্যাক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তৈরি করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগটা নিয়েছিলেন এবং তিনি প্রথম এই শিশু একাডেমী নির্মাণ করেছিলেন। এটাকে সরানো একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না। সরানোটা জাতি গঠনের ব্যাপারে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে।’