
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না—তারা আবার সক্রিয় হচ্ছে। ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে।”
শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
“নির্বাচনের মাধ্যমে সমাধান করুন”
তিনি বলেন, “অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। অনতিবিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাচ্ছি। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের।”
“সুযোগ হাতছাড়া করা যাবে না”
দেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “সুযোগ হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। প্রতিবার ছেলেরা প্রাণ দেবে, আন্দোলন হবে—তাই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে, সবাই দেশকে ভালোবাসে।”
“সব দলের কাছে গ্রহণযোগ্য বন্দোবস্ত প্রয়োজন”
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন, তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন। সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে যেন এগিয়ে যেতে পারে।”