site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে : জামায়াত আমির
প্রকাশিত: বিডি এডিশন ডেস্ক 19 জুলাই 2025, 05:59 বিকাল
news-banner

আগামীর বাংলাদেশে আরেকটি বড় লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব, আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে।”

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

“তারুণ্যের শক্তিকে একত্র করে দুর্নীতির মূল উৎপাটন করব”

তিনি বলেন, “এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব।”
এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, “জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তার প্রমাণ কী? সবাইকে নিয়েই তা গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।”

মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির

বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে মঞ্চেই জামায়াতের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছু সময় পরে তিনি বসে বক্তব্য দেওয়া শুরু করেন।

তিনি বলেন, “আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন, তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না।”

“শাসনক্ষমতায় গেলে সেবক হবো, মালিক নয়”

সম্ভাব্য রাজনৈতিক দায়িত্ব পেলে দলটির অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ।”