
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশের হিন্দু সম্প্রদায়কে পৈত্রিক সম্পত্তি মনে করে শোষণ করেছে। বিগত ১৭ বছরে সনাতন ধর্মাবলম্বীদের ওপর দখল, লুটপাট ও নির্যাতনে তারা বিশ্বরেকর্ড গড়েছে।”
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খুলনার একটি অভিজাত হোটেলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি, সব সম্প্রদায়ের মানুষই এই রাষ্ট্রের সমান অধিকারভুক্ত নাগরিক। ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটি রেইনবো স্টেট গড়তে চাই, যেটা আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন।”
সাম্প্রতিক সময়ের কিছু ধর্মীয় রাজনৈতিক উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, “যারা এক সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই হিন্দুদের নিয়ে নতুন তামাশার রাজনীতি শুরু করেছে। যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, তারা আবার হিন্দু কমিটি করে নতুন খেলা খেলছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সতর্ক থাকতে হবে যেন পতিত আওয়ামী লীগের মতো কোনো ধান্দাবাজ গোষ্ঠী আবারও হিন্দু কার্ড খেলতে না পারে।”
তিনি দাবি করেন, “এবারও যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্য কেউ বিনষ্ট করতে পারেনি। বিএনপি এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করেন ডা. প্রদীপ দেবনাথ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্ত।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, দীপক কুমার সরদার, বাবু ব্রজেন ঢালী, সুজানা জলি, কৌশল্যা রায়, বিমান সাহা, সুজিত সাহা, বিজয় ঘোষ, রতন মিত্র, অরুণ গোলদার, এ্যাড. সত্য নারায়ণ সাহা, রমেন রায়, আংশুপতি মন্ডল, প্রভাষক সুজিত মন্ডল, নির্মলেন্দু মন্ডল, তপন ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, গৌরঙ্গ বিশ্বাস, কলিঙ্গ রাজ মন্ডল, প্রভাষক নিলোৎপল মন্ডল, দেবদাস বিশ্বাস, প্রভাষ চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ গোলদার, রাজু দাস, বীরেশ্বর মন্ডল, ফারিয়া পিংকি, তুষার স্বর্ণকার, গৌর বিশ্বাস, প্রীতিকলা, অজয় সিংহ রায়, বিপ্লব সেন ও অভিজিৎ সরকার প্রমুখ।