site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

রাজনীতি
৩৬ জুলাই দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে : শাহজাহান চৌধুরী
প্রকাশিত: আরিফুল ইসলাম 04 জুলাই 2025, 11:41 রাত
news-banner

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘৩৬ জুলাই তথা ৫ আগস্ট দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা মুক্তভাবে কোনো কথা বলতে পারিনি। আগামী নির্বাচনের মাধ্যমে ভোটাধিকারও ফিরে পাবো, ইনশাআল্লাহ।’

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে চকবাজার থানা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদের সম্মানে ইছালে সওয়াবের উদ্দেশে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক এমপি শাহজাহান চৌধুরী আরো বলেন, ‘গত ৫৬ বছরে দেশের মানুষ বিভিন্ন দলকে ক্ষমতায় দেখেছে। দেশবাসী এবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ সেবা করার সুযোগ দিন।’

চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য আমির হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘৩৬ জুলাই (৫ আগস্ট) পেয়েছি নতুন বাংলাদেশ। জুলাই আন্দোলনে শহীদ, আহত, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণকারীসহ সকল নির্যাতিত পরিবারকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে জুলাই সনদ দিন।