
এ টি এম আজহারুল ইসলামের মুক্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, ‘আদালতের রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, সত্যকে চাপিয়ে রাখা যায় না।
মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে এটিএম আজহারুল ইসলামের খালাস ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘শেখ হাসিনার আমলে আমাদের শীর্ষ ৬ নেতাকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এছাড়া আরো অনেক নেতাকর্মীকে খুন করা হয়েছে।
তিনি বলেন, ‘স্বচ্ছ বিচারের জন্য তাদেরকে বিভিন্ন মহল থেকে অনেক পরামর্শ দেয়া হয়েছে। তারা তা আমলে নেয়নি। কারণ আমাদের নেতাদের খুন করাই ছিল তাদের উদ্দেশ্য। আমাদের নেতাদের খুন করার জন্য ছক এঁকেছিল বিচার বিভাগ।
জামায়াত আমির বলেন, ‘আমাদের অনেক নেতাদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন মিথ্যা স্বীকারোক্তি নেয়ার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নেতারা বাতিলের কাছে মাথা নত করেননি।’