site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জন পুশইন
প্রকাশিত: আরিফুল ইসলাম 12 জুন 2025, 03:44 দুপুর
news-banner

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বুধবার (১১ জুন) রাত থেকে বৃহস্পতিবার (১২ জুন) ভোর পর্যন্ত আরও ৭০ জন বাংলাদেশি নাগরিককে 'পুশইন' করেছে বলে অভিযোগ উঠেছে। সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে এই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে।

৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিইও লে. কর্নেল নাজমুল হাসান নিশ্চিত করেছেন যে, আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাতে জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে। একই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে বাংলাদেশে পুশইন করা হয়, যাদেরকেও বিজিবি আটক করেছে। সব মিলিয়ে, এক রাতেই সিলেট জেলার তিনটি সীমান্ত এলাকা দিয়ে ৫৩ জন পুশইনের ঘটনা ঘটেছে। ৪৮ বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ফেরত আসা এই ব্যক্তিরা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

একই রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। এই ব্যক্তিদেরও বিজিবি আটক করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

সব মিলিয়ে, সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি এলাকা দিয়ে এক রাতেই ৭০ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।