site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
ঈদযাত্রায় দুর্ভোগ বাড়াতে পারে বৃষ্টি
প্রকাশিত: আরিফুল ইসলাম 05 জুন 2025, 01:58 দুপুর
news-banner

আগামী ৭ জুন উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তাই পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। আজ থেকে ছুটি শুরু হওয়ায় রাস্তাঘাটে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। সকালে গাজীপুরের টঙ্গী থেকে চন্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা গেছে। যানজটের সাথে সড়ক পথের যাত্রীদের দুর্ভোগ বাড়াতে পারে বৃষ্টি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সারাদেশে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, খুলনা, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

তবে ঢাকা ও পাশ্ববর্তী জেলায় আজ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পৃথক আরেক পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃষ্টিপাতের এই ধারা আগামীকালও (শুক্রবার) অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি ঝরার প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে।

কারণ মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে ঈদের দিন (শনিবার) সকাল থেকে দুয়েক জায়গায় বৃষ্টি হলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঈদের পরের দিনও সারাদেশের আবহাওয়া একই রকম থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ঈদের দিন গরমে কষ্ট পেতে পারে মানুষ। কারণ শনিবার দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

সূত্র : ইউএনবি