site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জাতীয়
ফিঙ্গার প্রিন্টের জটিলতা নিরসনে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা ইসির
প্রকাশিত: 29 মে 2025, 01:17 রাত
ফিঙ্গার প্রিন্টের জটিলতা নিরসনে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা ইসির
news-banner
যাদের ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) অন্য কারো সঙ্গে মিলে যাচ্ছে বা যে সকল জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্ট্যাটস ‘ম্যাচ ফাউন্ড’ অবস্থায় রয়েছে, সেগুলো নিরসনে মাঠ কর্মকর্তাদের দুটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ মে) সংস্থাটির সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এমন নির্দেশনা পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসে থাকা এনআইডিগুলোর ক্ষেত্রে একই ভোটারের দুটি এনআইডির ক্ষেত্রে একটি এনআইডি সিস্টেমে সচল আছে। তাহলে সচল এনআইডি নম্বরটিই ভোটারকে ব্যবহারের জন্য পরামর্শ দিতে হবে। আর অন্যটি ম্যাচ ফাউন্ড স্ট্যাটাস হিসেবে থেকে যাবে।

অন্যদিকে সিস্টেমে যদি দেখা যায়, কোনো ব্যক্তির এনআইডি অন্য কোনো ব্যক্তির এনআইডির সঙ্গে মিলে যাচ্ছে তাহলে তা সমাধানের জন্য নির্বাচন কমিশনে পত্র পাঠাতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে জেলা নির্বাচন অফিসে পাঠিয়ে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই।

বর্তমানে ইসির সার্ভারে প্রায় দুই লাখের মতো ম্যাচ ফাউন্ড স্ট্যাটাসের এনআইডি রয়েছে।