site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
বাংলাদেশী ও রোহিঙ্গা সন্দেহে ভারতে ৪৪৮ জন আটক
প্রকাশিত: আরিফুল ইসলাম 11 জুলাই 2025, 07:39 সকাল
news-banner

ভারতের ওড়িশা রাজ্যে পুলিশ ‘অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী’ এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে মঙ্গলবার ৪৪৮ জনকে নথি যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। জগতিসিংহপুর জেলার পুলিশ বন্দর শহর পারাদ্বীপের একটি পরিবারের চার সদস্যকে আটক করে। তবে এখনো ৪৪৪ জনের শনাক্তকরণ চলছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশী বলে সন্দেহ করা এই ব্যক্তিরা ঝাড়সুগুড়া জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছে। এই ব্যক্তিদের ঝাড়সুগুড়া এবং ব্রজরাজনগরে রাখা হয়েছে। অবৈধ অভিবাসীদের শনাক্ত করার জন্য তাদের কাগজপত্র যাচাই চলছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে অবৈধ বাংলাদেশী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানোর জন্য ঝাড়সুগুড়া জেলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সূত্র মারফত, ঝারসুগুড়ার ব্ল্যাক ডায়মন্ড কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কেন্দ্রে এই ব্যক্তিদের রাখা হয়েছে। ব্রজরাজনগরের সুরভী কল্যাণ মণ্ডপে ২৬১ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করছেন। এ বিষয়ে যথাযথ তদন্ত চলছে পুলিশ সূত্রে খবর।