site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
ইরানের মিসাইল হামলায় ইসরাইলি তেল পরিশোধনাগার বিধ্বস্ত
প্রকাশিত: আরিফুল ইসলাম 17 জুন 2025, 03:40 রাত
news-banner
ইরানের মিসাইল হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে দখলদার ইসরাইলের বৃহৎ তেল পরিশোধনাগার। সোমবার (১৬ জুন) রাতে সেখানে মিসাইল ছোড়ে ইরান।

তেল পরিশোধনাগরটি পরিচালনা করা বাজান গ্রুপ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের মিসাইল হামলার কারণে তাদের সব সব অবকাঠামো বন্ধ হয়ে গেছে।

এছাড়া পরিশোধনাগারে মিসাইলের আঘাতে তিনজন নিহতও হয়েছেন বলে নিশ্চিত করেছে বাজান।

তেলআবিব স্টক এক্সচেঞ্জের কাছে দেওয়া বিবৃতিতে গ্রুপটি বলেছে, পরিশোধনাগারের অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুৎ কেন্দ্র বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায়, পরিশোধনাগার এবং এর সঙ্গে অন্যান্য কোম্পানিগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমরা এখন বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা করছি।

হাইফা উপকূলে অবস্থিত এ পরিশোধনাগারটিতে এর আগে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার হুমকি দিয়েছিল। কিন্তু তারা হামলা চালায়নি। এছাড়া এটি কখনো এমন সরাসরি হামলার শিকার হয়নি। তবে এবার ইরানের মিসাইলে বিধ্বস্ত হয়েছে এটি।  

এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশের ইসরাইলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

ইসরাইলে ইরানের হামলায় গত শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।