site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা
প্রকাশিত: আরিফুল ইসলাম 17 জুন 2025, 03:36 রাত
news-banner

ইরানে নতুন করে ইসরাইলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর মধ্যেই সোমবার ইসরাইল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা যাচ্ছে।

ইসরাইল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এলাকা ছাড়তে বলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র : বিবিসি