site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
গাজার একমাত্র ডায়ালাইসিস সেন্টার ধ্বংস ইসরায়েলি হামলায়
প্রকাশিত: আরিফুল ইসলাম 02 জুন 2025, 07:57 বিকাল
news-banner
গাজা উপত্যকার একমাত্র ডায়ালাইসিস সেন্টারটি বিমান হামলায় ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ সোমবার (২ জুন) সকালে এ হামলা চালানো হয়। এর আগে ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। খবর বিবিসি ও আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজা উপত্যকার নওরা আল-কাবি কিডনি ডায়ালাইসিস সেন্টারে বোমা হামলা চালিয়েছে। এতে হাসপাতালটি পুরো ধ্বংস হয়ে গেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সংঘাত শুরু হওয়ার পর ডায়ালাইসিস বঞ্চিত হয়ে প্রায় ৪১ শতাংশ কিডনি রোগী মারা গেছেন। এখন হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করায় হাজার হাজার রোগীর জীবনে বিপর্যয় নেমে আসবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, উপত্যকায় এ পর্যন্ত ৩৬টি হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কয়েকটি আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়ে আছে। তবে তাতে চিকিৎসা ব্যবস্থা প্রায় অকেজো।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, আজ সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৫৪ জন নিহত হয়েছে। এরমধ্যে মার্কিন-সমর্থিত ত্রাণ সহায়তা কেন্দ্রে হামলায় নিহত ৩১ জন রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৪১৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৪ হাজার ১৯০ জন আহত হয়েছে।