site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
আসাদের পতনের পর সিরিয়ার বাহিনীর ওপর আইএসের প্রথম হামলা
প্রকাশিত: আরিফুল ইসলাম 30 মে 2025, 03:21 দুপুর
news-banner

দু’টি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর বৃহস্পতিবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী সিরিয়ার নতুন সরকারি বাহিনীর ওপর তাদের প্রথম হামলার দাবি করেছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কর্তৃক সংগৃহীত এক বিবৃতিতে আইএস জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতে সিরিয়ার বাহিনীর একটি গাড়িতে একটি ‘বিস্ফোরক ডিভাইস’ পুঁতে রেখেছিল।

সাইট এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, এটি সিরিয়ার নতুন সরকারের ওপর আইএস-এর দাবির প্রথম আক্রমণ।

এসওএইচআর জানিয়েছে, বুধবার একটি টহল দল রিমোট কন্ট্রোল ল্যান্ডমাইনের আঘাতে একজন নিহত এবং সিরিয়ার সেনাবাহিনীর ৭০তম ডিভিশনের তিন সদস্য আহত হয়েছেন।

এসওএইচআর অনুসারে, নিহত ব্যক্তি মরুভূমি এলাকায় সিরিয়ার সরকারি বাহিনীর সাথে ছিলেন।

এক সময় সিরিয়া ও ইরাকের বিশাল অংশের নিয়ন্ত্রণে থাকা আইএস ২০১৯ সালে সিরিয়ায় আঞ্চলিকভাবে পরাজিত হয়, মূলত আন্তর্জাতিক জোটের সমর্থিত কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর প্রচেষ্টার কারণে। এটি মূলত দেশটির বিশাল মরুভূমিতে তাদের উপস্থিতি বজায় রেখেছে।

গত ডিসেম্বরে আসাদের পতনের পর ক্ষমতা গ্রহণকারী ইসলামপন্থী নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রিত এলাকায় আইএস গোষ্ঠীর প্রথম হামলার খবর পাওয়া গেল। তবে তারা উত্তর-পূর্বে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনীর ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়েছে।

এ সপ্তাহে সিরিয়ার সরকার জানিয়েছে, তারা দামেস্কের কাছে ইসলামিক স্টেটের একটি সেলের সদস্যদের গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেয়ার অভিযোগ আনা হয়েছে।

এ মাসে উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে আরেকটি সরকারি অভিযানে একজন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা এবং তিনজন আইএস সদস্য নিহত হন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, চলতি মাসে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘আইএসের পুনরুত্থান রোধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করার’ আহ্বান জানিয়েছেন।