site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন? মোদিকে প্রশ্ন রাহুলের
প্রকাশিত: আরিফুল ইসলাম 23 মে 2025, 07:29 বিকাল
news-banner

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের রাজনীতি এখন বেশ সরগরম। মূলত পাকিস্তানের হামলায় রাফালসহ বেশ কয়েকটি যুদ্ধবিমান হারানোসহ ক্ষয়ক্ষতি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদির সরকার।

এরই মধ্যে বুধবার রাজস্থানের বিকানেরে এক জনসভায়— ‘রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’ বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরই জবাবে বৃহস্পতিবার তাকে খোঁচা মেরে কথা বলেছেন দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা মোদিকে খোঁচা দিয়ে প্রশ্ন তুলেছেন, শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয় কেন?

বৃহস্পতিবার (২২ মে) রাতের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের সীমান্তের কাছেই রাজস্থানের বিকানেরের সভা থেকে মোদি বলেন, ‘রক্ত নয়, তার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে’।

এ সময় তিনি আরও দাবি করেন, ভারত গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হামলার প্রতিশোধ মাত্র ২২ মিনিটেই নিয়েছে।

এরপরেই মূলত প্রধানমন্ত্রীকে প্রশ্নবানে বিদ্ধ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, শুধু ক্যামেরার সামনেই বড় বড় বুলি আওড়ান মোদি। রাহুল প্রশ্ন তুলে বলেন, কেবল ক্যামেরার সমানেই প্রধানমন্ত্রী মোদির রক্ত গরম হয় কেন?

এ নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন রাহুল গান্ধী। তাতে তিনি লেখেন, ‘মোদিজি, ফাঁকা বক্তৃতা দেওয়া বন্ধ করুন। শুধু বলুন, সন্ত্রাসবাদ সম্পর্কে পাকিস্তানের বক্তব্য কেন আপনি বিশ্বাস করলেন? ট্রাম্পের কাছে মাথা নত করে কেন ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন কেবল ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে? আপনি ভারতের সম্মানের সঙ্গে আপস করেছেন!

শুধু রাহুল গান্ধীই নয়, প্রায় একই ভাষায় মোদিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি কেবল সিনেমার ও ফিল্মি কায়দায় ফাঁকা বুলি ছাড়েন।