
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় ৫৩ হাজার ৬৫৫ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এছাড়াও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশী কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি সেনাবাহিনী গুলিবর্ষণ করেছে।
এদিকে তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ২৬২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ২১ হাজার ৯৫০ জনে দাঁড়িয়েছে।
এতে আরো বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
ইসরাইল চলতি বছরের মার্চ মাসে হামাসের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস পর তা প্রত্যাহার করে। ইসরাইলি সেনাবাহিনী সাম্প্রতিক দিনগুলোতে গাজায় তাদের আক্রমণ তীব্র করছে, স্থল অভিযান সম্প্রসারণ করছে এবং ব্যাপকভাবে বিমান হামলা চালাচ্ছে।
গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।