site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আন্তর্জাতিক
আবারো ভয়াবহ দাবানলের কবলে ইসরাইল! নেমে এসেছে আসমানী শাস্তি?
প্রকাশিত: আরিফুল ইসলাম 30 এপ্রিল 2025, 10:03 রাত
news-banner
ইসরাইলে ভয়াবহ দাবানলে পুড়ে যাচ্ছে বসতবাড়ি, বনাঞ্চল ও যানবাহন। দেশটির কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চল দাবানলের কবলে পড়েছে। স্থানীয় সময়ে চলমান তীব্র তাপপ্রবাহ ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ও সম্পদ ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে।

দেশটির ব্যস্ততম সড়কগুলোর একটি, রুট সিক্স মহাসড়কের বেশ কয়েকটি অংশে আগুন ছড়িয়ে পড়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক চালক গাড়ি রাস্তায় ফেলে পালাতে বাধ্য হয়েছেন। এতে সড়কে মারাত্মক যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অল ইসরাইল নিউজ জানায়, বেইশ্যামেশের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে আগুন পৌঁছে যাওয়ায় রুট ওয়ান মহাসড়কও বন্ধ করে দিতে হয়েছে।

ইয়াহু নিউজের তথ্যানুসারে, প্রচণ্ড গরম ও শুকনো আবহাওয়া আগুনকে আরও প্রবল করে তুলছে। লাত্রন অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৩টি দল কাজ করলেও আগুনের তীব্রতা ও বিস্তারের গতির সাথে পাল্লা দিতে পারছে না দমকল বাহিনী।

এলা ভ্যালি সংলগ্ন বনাঞ্চলসহ দেশের বহু প্রাকৃতিক বন ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। কৃষিজমিতেও আগুনের ব্যাপক প্রভাব পড়েছে। আবহাওয়া অধিদপ্তর রেকর্ড পরিমাণ তাপমাত্রা ও শুষ্ক বাতাসকে দাবানলের মূল কারণ হিসেবে দায়ী করেছে।