site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
খুলনার বটিয়াঘাটায় রেলের বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টা, দুর্বৃত্তের হামলায় আহত ২
প্রকাশিত: 15 জুলাই 2025, 04:05 সকাল
খুলনার বটিয়াঘাটায় রেলের বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টা, দুর্বৃত্তের হামলায় আহত ২
news-banner

খুলনার বটিয়াঘাটায় রেলের বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় ২জন আহত হয়েছে। সোমবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আহত হুমায়ূনকে কবিরকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, খুলনা-মোংলা রেল লাইনের প্রকল্পের অধিগ্রহণকৃত অব্যহৃত জমির প্রায় ৮ একর জমি ডিসিআরের মাধ্যমে বন্দোবস্ত নেন হুমায়ুন কবির ও তার জামাতা বদরুজ্জামান বাবু। সেই জমিতে মাছ চাষের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। প্রাথমিকভাবে কয়েকদিন আগে এক লক্ষ্য টাকার মাছের পোনাও ছেড়েছেন। সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে মেয়ের শশুর তৈয়ব আলীকে নিয়ে বাড়ীর পাশে নিজস্ব জমিতে আমন ধানের চারা ও ঘের পরিদর্শনে যান হুমায়ুন কবির। এসময় প্রতিপক্ষ খারাবাদ এলাকার মৃত ওয়াসিকার রহমানের ছেলে রেজাউল শেখ তাদের দেখতে পেয়ে মোবাইলে তার ভাই হুমায়ুন শেখ ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে শফিক ফারাজী ও সোহরাব ফারাজীসহ ৮/১০জনকে ডেকে আনে। তারা ঘটনাস্থলে এসে হুমায়ুন কবির ও তৈয়ব আলীর উপর দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হুমায়ূন কবীরকে লাঠি ও দা দিয়ে এলাপাতারী মারপিট করে। এসময় তার বাম হাত ও বাম পা কয়েক জায়গায় ভেঙ্গে যায়। তিনি মাটিতে পড়ে গেলে তার মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তার সাথে থাকা মেয়রে শশুর তৈয়ব আলীর উপরও হামলা চালিয়ে তার বাম হাত ভেঙ্গে দেয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডেকেল হাসপাতালে প্রেরণ করে।


স্থানীয়রা জানায়, হামলাকারীরা বটিয়াঘাটায় আওয়ামী লীগ মনোনীত সাবেক উপজেলার চেয়ারম্যান আশরাফুল খানের অনুসারী। বিগত সরকারের আমলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এছাড়া শফিক ফারাজী বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।