site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
প্রকাশিত: 12 জুলাই 2025, 04:12 দুপুর
সাতক্ষীরায় অভিযান পরিচালনাকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু
news-banner

অভিযান পরিচালনাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক মোঃ সাঈদুজ্জামান কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।


শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে কাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় হঠাৎ বুকে তীব্র ব্যাথায় অসুস্থ্য হয়ে পড়েন উপ- পুলিশ পরিদর্শক মোঃ সাঈদুজ্জামান। অভিযানে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা তাৎক্ষনিক উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে মরহুমের পরিবারের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।