site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

জেলার খবর
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
প্রকাশিত: 05 জুন 2025, 01:59 দুপুর
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
news-banner

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার শুরুতেই চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে।

আজ বৃহস্পতিবার ভোর থেকে অতিরিক্ত যানবাহনের অস্বাভাবিক চাপের কারণে মহাসড়কের টাঙ্গাইল অংশে অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে থেমে থেমে চলছে গাড়ি এবং দূরপাল্লার যাত্রীরা, বিশেষ করে ঈদ উপলক্ষে যারা বাড়ির পথে রওনা হয়েছেন, তারা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।

এদিন ভোর থেকেই মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে যমুনা সেতু দিয়ে সকাল থেকে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মহাসড়কে হঠাৎ করে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো পাস হতে না পারার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, ‘অতিরিক্ত গাড়ির কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি।’

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ‘অতিরিক্ত গাড়ির চাপের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।