site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আইন ও আদালত
সাবেক রেলমন্ত্রী জিল্লুলের ভবন-জমি জব্দের আদেশ
প্রকাশিত: আরিফুল ইসলাম 09 জুলাই 2025, 08:22 রাত
news-banner

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের দুটি ভবন ও ৫০ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

সংস্থার সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন।

দুদকের আবেদন অনুযায়ী, উত্তরা মডেল টাউন এলাকায় পাঁচ কাঠা জমির ওপর ছয় তলা ভবন ও রাজবাড়ীর পাংশায় ৩০ শতাংশ জমির ওপর তিন তলা ভবন রয়েছে জিল্লুল হাকিমের। এছাড়া পাংশা এলাকায় তার ৫০ শতাংশ জমি রয়েছে।

আবেদনে বলা হয়, সরকারি অর্থ ‘আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তিনি ঢাকা, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন। মামলার তদন্ত চলছে।

তদন্তকালে এ পর্যন্ত পাওয়া তথ্যের বরাতে দুদক বলছে, জিল্লুল হাকিম তার এসব সম্পত্তি ‘অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত’ করার চেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে। এজন্য এসব সম্পদ জব্দ করা দরকার বলে মনে করছে দুদক।

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৭ অক্টোবর জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিম ও ছেলে আশিক মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গত ১৯ জানুয়ারি আদালত তাদের নাম থাকা ২৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়। এসব ব্যাংক হিসাবে জমা আছে ১৪ কোটি ২৫ লাখ টাকা।