site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আইন ও আদালত
কারাগারে চালু হলো হটলাইন নম্বর
প্রকাশিত: 17 জুন 2025, 03:51 রাত
কারাগারে চালু হলো হটলাইন নম্বর
news-banner

বাংলাদেশের কারাগারবিষয়ক যেকোনো তথ্যের জন্য একটি নির্ধারিত হটলাইন নম্বর চালু করেছে কারা অধিদপ্তর। সোমবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, এখন থেকে ১৬১৯১ নম্বরে যোগাযোগ করলে বন্দীর সাক্ষাৎ, অবস্থান ও শাস্তি সম্পর্কে জানা যাবে এবং যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের বিষয়েও তাৎক্ষণিক সাড়া পাওয়া যাবে।

বর্তমানে বাংলাদেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে দেশে এখন মোট ৬৮টি কারাগার পরিচালিত হচ্ছে। এই কারাগারগুলো কারা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত।

কারা বিভাগ দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর কেন্দ্রে রয়েছে কারা সদর দপ্তর, যার অধীনে ৮টি বিভাগীয় কারা দপ্তর রয়েছে। কারাগার পর্যায়ে প্রতিটি জেল সুপার বা সিনিয়র জেল সুপার দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কারা সদর দপ্তরের নির্দেশনায় পরিচালনা করেন কারাগারের কার্যক্রম।

কারা অধিদপ্তর হটলাইন চালু করে সাধারণ জনগণের জন্য বন্দীদের তথ্য পাওয়া সহজ করেছে। নতুন নম্বরটি চালুর ফলে জনসাধারণ, আইনজীবী বা স্বজনদের পক্ষে নির্ভরযোগ্য ও দ্রুত তথ্য পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।