site-logo

www.bdedition.com

(অনলাইন বাংলা নিউজ পোর্টাল)

আইন ও আদালত
হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
প্রকাশিত: আরিফুল ইসলাম 22 মে 2025, 05:38 বিকাল
news-banner

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ থেকে অপসারণ করা হয়েছে।

বুধবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।’

উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকারের আমলে জুলাই-আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।