ডাকসুর আদ্যোপান্ত: প্রার্থী পরিচয়, পদ সংখ্যা, প্যানেল, কে কোন কেন্দ্রে ভোট দেবেন?

, প্রকাশ:09 সেপ্টেম্বর 2025, 02:24 রাত
news-banner

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ৩৮তম নির্বাচন ৯ সেপ্টেম্বর। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন।

কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএসসহ অন্যান্য পদে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও। নির্বাচনের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক-

কোন হলের কত ভোটার

সলিমুল্লাহ মুসলিম হল- ৬৬৫

কবি জসীম উদ্দীন হল-১২৯৮

অমর একুশে হল- ১৩০০

স্যার এ এফ রহমান হল-১৩৮০

হাজী মুহম্মদ মুহসীন হল-১৪০৭

সূর্যসেন হল-১৪৯৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- ১৬০৯

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ১৭৫৩

ফজলুল হক মুসলিম হল- ১৭৭২

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ১৯৬৩

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ২০০৫

বিজয় একাত্তর হল- ২০৪৩

জগন্নাথ হল-২২২৫

রোকেয়া হল- ৫৬৬৫

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ২১১০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-২৬৪৫

শামসুন নাহার হল- ৪০৯৬

কবি সুফিয়া কামাল হল-৪৪৪

 

এবারের ডাকসু ৩৮ তম

এবারের ডাকসুতে মোট ভোটার সংখ্যা- ৩৯ হাজার ৮৭৪ জন। এরমধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ভোটগ্রহণ চলবে ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা। একজন ভোট দেবেন ৪১টি করে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে।

ডাকসুতে প্রার্থী: কেন্দ্রীয় সংসদ

মোট প্রার্থী ৪৭১ জন

পুরুষ প্রার্থী ৪০৯ জন

নারী প্রার্থী ৬২ জন

পদের সংখ্যা ২৮টি

কোন পদে কত প্রার্থী

সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন

সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন

আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন

গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন

ক্রীড়া সম্পাদক: ১৩ জন

ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন

সমাজসেবা সম্পাদক: ১৭ জন

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন

মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন

ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন

১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন

হল সংসদের প্রার্থী

মোট হল - ১৮টি

হল সংসদে পদ সংখ্যা- ১৩টি

মোট পদ- ২৩৪

১৮ হলে মোট প্রার্থী- ১ হাজার ৩৫ জন

১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা- ৮৫০

৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা- ১৮৫

 

কোন হলে কত প্রার্থী

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল-৫৯ জন

সলিমুল্লাহ মুসলিম হল- ৬২ জন

জগন্নাথ হল- ৫৫ জন

ফজলুল হক মুসলিম হল- ৫৮ জন

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৭৫ জন

সূর্যসেন হল- ৭৫ জন

হাজী মুহম্মদ মুহসীন হল- ৬০ জন

কবি জসীম উদ্দীন হল- ৬৮ জন

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৩ জন

শেখ মুজিবুর রহমান হল- ৫৯ জন

অমর একুশে হল- ৭৬ জন

বিজয় একাত্তর হল- ৬৮ জন

স্যার এ এফ রহমান হল- ৬২ জন

রোকেয়া হল- ৪৫ জন

শামসুন নাহার হল- ৩৫ জন

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৩১ জন

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৩৬ জন

কবি সুফিয়া কামাল হল- ৩৮ জন

 

ব্যালট সংখ্যা- গণনা

ব্যালট: ওমএমআরে ভোট, গণনা মেশিনে

ছয় পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।

ডাকসুর ওএমআর শিট: ৫ পাতা

প্রতিটি হল সংসদের ওএমআর শিট-১ পাতা

ব্যালটে থাকবে- পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর।

আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে। যেগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা।

ফল ঘোষণা: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে

মোট বুথ ৮১০

মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন।

 

ভিপি প্রার্থীদের মধ্যে কে কোন হলের এবং কোন কেন্দ্রে ভোট দেবেন?

ছাত্রদল সমর্থিত প্যানেল

ভিপি- আবিদুল ইসলাম খান, ইসলামিক স্টাডিজ, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল কেন্দ্র)

জিএস- শেখ তানভীর বারী হামিম, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল কেন্দ্র)

এজিএস- তানভীর আল হাদী মায়েদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)

 

ছাত্রশিবির (ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট)

ভিপি- মো. আবু সাদিক (সাদিক কায়েম), রাষ্ট্রবিজ্ঞান, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)

জিএস- এস এম ফরহাদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)

এজিএস- মহিউদ্দিন খান, লোক প্রশাসন, বিজয় একাত্তর হল (সিনেট ভবন)

 

গণতান্ত্রিক ছাত্রসংসদ (বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ)

ভিপি- আব্দুল কাদের, সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট, বিজয় একাত্তর হল (সিনেট ভবন কেন্দ্র)

জিএস- আবু বাকের মজুমদার, ভুতত্ত্ব বিভাগ, ফজলুল হক মুসলিম হল, (কার্জন হল কেন্দ্র)

এজিএস- আশরেফা খাতুন, আন্তর্জাতিক সম্পর্ক, শামসুন নাহার হল (ইউল্যাব স্কুল)

 

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য

ভিপি- উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, সুফিয়া কামাল হল (ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র)

জিএস- আল সাদি ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগ, সূর্যসেন হল (উদয়ন স্কুল)

 

বামপন্থী সাতটি সংগঠন (প্রতিরোধ পর্ষদ)

ভিপি- শেখ তাসনিম ইমরোজ ইমি, সমাজবিজ্ঞান শামসুন নাহার হল,

জিএস- মেঘমল্লার বসু, জগন্নাথ হল, শারীরিক শিক্ষা কেন্দ্র

এজিএস- জাবির আহমেদ জুবেল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শারীরিক শিক্ষা কেন্দ্র

 

সমন্বিত শিক্ষার্থী সংসদ (স্বতন্ত্র)

ভিপি- জামালুদ্দিন মোহাম্মদ খালিদ, আরবি, কবি জসীম উদ্দীন হল (উদয়ন স্কুল)

জিএস- মাহিন সরকার (প্রার্থিতা প্রত্যাহার, আবু বাকেরকে সমর্থন)

এজিএস- ফাতেমা শারমিন অ্যানি, ইসলামিক স্টাডিজ, শামসুন নাহার হল (ইউল্যাব)

 

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত (ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ)

ভিপি- বিন ইয়ামীন মোল্লা, লোকপ্রশাসন, স্যার এ এফ রহমান হল (সিনেট ভবন)

জিএস- সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ, রোকেয়া হল (টিএসসি কেন্দ্র)

 

ইসলামী ছাত্র আন্দোলন (সচেতন শিক্ষার্থী সংসদ)

ভিপি- ইয়াছিন আরাফাত ইসলামিক স্টাডিজ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (উদয়ন স্কুল)

জিএস- খায়রুল আহসান মারজান, আন্তর্জাতিক সম্পর্ক, সলিমুল্লাহ মুসলিম হল (উদয়ন স্কুল)

এজিএস- সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, আরবি বিভাগ, এ এফ রহমান হল (সিনেট ভবন)

 

স্বতন্ত্র আলোচিত প্রার্থী

ভিপি- শামীম হোসেন, ইংরেজি বিভাগ, বিজয় একাত্তর হল (সিনেট ভবন)

ভিপি- তৈয়ব হালদার (সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী), সলিমুল্লাহ হল (শারীরিক শিক্ষা কেন্দ্র)

জিএস- আরাফাত চৌধুরী, আইন বিভাগ, সূর্যসেন হল (উদয়ন স্কুল)

এজিএস- হাসিবুল ইসলাম, শেখ মুজিবুর রহমান হল, (উদয়ন স্কুল

এজিএস- তাহমীদ আল মুদ্দাসসির চৌধুরী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (শারীরিক শিক্ষা কেন্দ্র)

এজিএস- আশিকুর রহমান জিম, সূর্যসেন হল (উদয়ন স্কুল)

এজিএস- মহিউদ্দিন রনি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল (শারীরিক শিক্ষাকেন্দ্র)

গবেষণা সম্পাদক- সানজিদা আহমেদ তন্বি, ক্লিনিক্যাল সাইকোলজি, রোকেয়া হল (টিএসসি)

 

ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী  

সহ-সভাপতি (ভিপি) আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক (জিএস) শেখ তানভীর বারী হামিম, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে তানভীর আল হাদী মায়েদ।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন, এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মুন্না।

সদস্য— জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান, এবং নিত্যানন্দ পাল।

 

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (ছাত্রশিবির) প্রার্থী

সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাখাওয়াত জাকারিয়া।

সদস্য হিসেবে আছেন সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন, এবং আনাস বিন মনির।

 

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্রার্থী

সহ-সভাপতি (ভিপি) আবদুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) আবু বাকের মজুমদার, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আশরেফা খাতুন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মনোনীত মো. হাসিবুল ইসলাম পরে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক মিতু আক্তার, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিয়ান ফারুক, ক্রীড়া সম্পাদক আল আমিন সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. ঈসমাইল হোসেন রুদ্র, সমাজসেবা সম্পাদক মহির আলম, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহম্মেদ রিফাত, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে রয়েছেন আনিকা তাহসিনা।

সদস্য— মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান এবং ফেরদৌস আলম।

 

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য

সহ-সভাপতি (ভিপি) উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক (জিএস) আল সাদী ভূঁইয়া, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জাহেদ আহমদ।

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নূমান আহমাদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক নাফিজ বাশার আলিফ, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অনিদ হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস, ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার, ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান, সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ইসরাত জাহান, এবং মানবাধিকার ও আইন সম্পাদক নুসরাত জাহান।

সদস্য— নওরীন সুলতানা, আবিদ আবদুল্লাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের, আবদুল্লাহ আলম মুবিন, অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ, মো. মুকতারুল ইসলাম, হাসিবুর রহমান, রাফিউল হক, মো. সজিব হোসেন এবং সাদেকুর রহমান।

মুল্যবান মন্তব্য করুন