রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর নিটর শাখার উদ্যোগে গত ৩ই আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হলো “রক্তাক্ত জুলাই বিপ্লব ২০২৫: স্মৃতিচারণ ও দোয়া মাহফিল”।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ মোবারক হোসাইন বলেন “জুলাই বিপ্লবীরা জাতীয় বীর, আমাদের প্রেরণা। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি।”
তিনি জুলাই বিপ্লবীদের স্মৃতিচারণ করে বলেন— আজকের এই আয়োজন পুরো জাতিকে স্মরণ করিয়ে দেয় সেই অগ্নিঝরা দিনের কথা, যেখানে শত শত মানুষ আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার দীপ্ত বার্তা পৌঁছে দিয়েছিল। বিপ্লবী চেতনাকে বুকে ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের শারীরিক সুস্থতা কামনা করেন এবং বলেন— “আমরা এই নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।”
ডা. মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ডা. বেলায়েত হোসেন সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ আবু সাদিক কায়েম, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর থানার নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, কলোনি ওয়ার্ডের সভাপতি সিরাজুম মুনির কাফিসহ জাতীয় ডক্টরস ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিটোর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
ছবি : আহসানুল ইসলাম, স্টাফ রিপোর্টার (বিডি এডিশন)