জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের পর নতুন গঠিত এই রাজনৈতিক দলটির মুখ্য সমন্বয়ক পাটোয়ারী বলেন, ‘আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নেই। কারণ, লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেয়া হয়, তবে সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।’
নির্বাচনের আগেই কমিশন পুনর্গঠন করতে হবে- এমন দাবি জানিয়ে তিনি বলেন, ‘এটা স্ট্রেইট ফরোয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটার পরিবর্তন করতে হবে।’
তবে ঐকমত্য কমিশনের যে নতুন সিস্টেমগুলা আছে, সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদেরকে রাখা যেতে পারে বলে মন্তব্য করেছেন পাটোয়ারী।