মোবাইলে কথা বলা নিয়ে বিএনপির দু’গ্রুপের গুলিবর্ষণ, আহত ১৫

আরিফুল ইসলাম , প্রকাশ:09 জুলাই 2025, 08:29 রাত
news-banner
পাবনার সুজানগরে এক মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের মধ্যে মারপিট, ধাওয়া পাল্টা ধাওয়া, এলোপাথারী গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ খাঁসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কয়েক দফায় এই ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুজানগর উপজেলা বিএনপির নেতা আব্দুর রশিদ খাঁর ছেলে ছাত্রদল নেতা সবুজ খাঁ একটি মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রউফ শেখের অনুসারীরা নন্দিতা সিনেমা হলের সামনে সবুজকে ধরে মারপিট করেন। মার খেয়ে সবুজ ঘটনাস্থল থেকে চলে যান।

দুপুরের দিকে সবুজ তার অনুসারী ও আত্মীয়স্বজনদের ডেকে এনে রউফ অনুসারীদের ধাওয়া করেন। উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছুঁড়া, এলোপাথারী গুলি বর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রউফ মোল্লা, ছাত্রদল নেতা সবুজ খাঁ, তার চাচা লেবু খাঁ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁ, যুবদল নেতা মানিক, কলেজ ছাত্রদল সভাপতি সাকিল, বিএনপি নেতা মনজেদ আলী, আসলাম সরদারসহ ১৫ জন উভয়পক্ষের আহত হন।

এদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখ ও বিবাদমান গ্রুপের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুর খাঁ গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আসলে কি নিয়ে আজকের এই ঘটনা এটা এখনও পুলিশ পরিস্কার নয়।

খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক আনা হয়। শুনেছি উভয়গ্রুপের সৃষ্ট এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুল্যবান মন্তব্য করুন