জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে- মু. নূরুল ইসলাম বুলবুল

, প্রকাশ:13 জুন 2025, 06:44 সকাল
news-banner

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মু. নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার বিকেলে তিনি জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের রাজধানীর ইস্কাটনের বাসায় যান এবং শহীদের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরবর্তীতে পরিবারের সদস্য ও উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে মহান আল্লাহর দরবারে শহীদ ফারহানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় মহানগরী আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদতবরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম। ফারহান ফাইয়াজ সহ জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতি তাদের অবদান চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

মুল্যবান মন্তব্য করুন