গণজাগরণ মঞ্চের কুশীলবদের গ্রেফতার ও বিচার দাবি

আরিফুল ইসলাম , প্রকাশ:31 মে 2025, 02:11 দুপুর
news-banner

গণ জাগরণ মঞ্চের কুশীলবদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)’র বক্তারা।

শুক্রবার (৩০ মে ) বিকাল ৫টায় বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নাগরিক সভা থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং বিশিষ্ট যুবনেতা সামসুদ্দিন রাব্বি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "গণ জাগরণ মঞ্চের মহাত ধরে এ দেশে ফ্যাসিবাদের গোড়া পত্তন হয়েছে। যার মাসুল দিতে হয়েছে ২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে। এখন আবার সেই কুশীলবরা বিদেশী দেশের ইন্ধনে লম্ফঝম্প করছে। তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের গণ মানুষের আকাঙকার ভিত্তিতে।

তিনি আরো বলেন, শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত শাসন ব্যবস্থা কায়েম সম্ভব নয়। দেশে অবশ্যই নির্বাচনের প্রয়োজন আছে তবে তার আগে ফ্যাসিবাদের দোসর, গণ হত্যাকারীদের দের বিচার এবং সংস্কার কার্যক্রম সম্পন্ন করে।"

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন, " ২০১৩ সালের শাহবাগের গণ জাগরণ মঞ্চের মাধ্যমে ফ্যাসিবাদকে উষ্কে দেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে দেশে বিচারের নামে ফাঁসির মাধ্যমে রাজনৈতিক দল গুলোর মাঝে স্থায়ী বিভেদ সৃষ্টি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শাপলার গণ হত্যা সংগঠিত হয়েছে। যারা দেশকে এমন সংকটের দিকে ঠেলে দিয়েছে সেই গণ জাগরণ মঞ্চের কুশীলব লাকী আকতার সহ সকলকে গ্রেফতার করে আইনের আওয়াত নিয়ে আসতে হবে। আদালতে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে যাতে এই দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয়।"

সংগঠনের সদস্য মো: রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, রাজনৈতিক এক্টিভিস্ট রাসেল ইমদাদ, শেখ ফরিদ, বিপিটি এর অন্যতম উদ্যোক্তা জাফর আহমেদ, সিরাজুল ইসলাম ফিরোজ প্রমুখ।


মুল্যবান মন্তব্য করুন