মুফতি আমীর হামজাকে জামায়াতের প্রার্থী ঘোষণা

, প্রকাশ:25 মে 2025, 10:47 রাত
news-banner
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মুফতি আমীর হামজাকে এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ মে) কুষ্টিয়ার জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ তাকে দলের সংসদ সদস্য প্রার্থী হিসেব ঘোষণা দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।

স্থানীয় হাজী শরীতুল্লাহ ইয়তিম খানায় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম। জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য জনাব আলমগীর হোসেন ও অধ্যাপক এ কে এম আলী মহসীন।

প্রধান অতিথি জনাব মোবারক হোসাইন বলেন, মুফতি আমীর হামজা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি আন্তর্জাতিকভাবেও একজন প্রসিদ্ধ মুফাসসিরে কুরআন। কুষ্টিয়াসহ সারাদেশে মুফতি আমীর হামজার ব্যাপক গ্রহণযোগ্যতা করেছে। আল্লাহ চাহে তো তিনি জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন। এজন্য এখন থেকেই মুফতি আমীর হামজার পক্ষে আমাদের ব্যাপক গণসংযোগ চালাতে হবে। মুফতি আমীর হামজার ন্যায় একজন আলেমে দ্বীন, সৎ ও যোগ্য নেতা এমপি নির্বাচিত হলে কুষ্টিয়া সদরকে ঘুষ-দুর্নীতি মুক্ত এবং মাদক, চাঁদাবাজ ও দখলদারমুক্ত করা সম্ভব হবে। সদরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। সর্বোপরি কুষ্টিয়া সদরের জনগণ সুখ-শান্তি ও স্বস্তিতে জীবন-যাপন করতে পারবে ইনশাআল্লাহ।

জনাব মোবারক হোসাইন দেশের সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে দেশের জনগণকে বিভক্ত করা উচিত নয়। এতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হয়। স্বার্থান্বেষী মহল সুযোগ পেয়ে যায়। তাই দেশের যে কোনো সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমার প্রতি আস্থা রেখে তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা আশা করি ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের সহযোগিতা পেলে তিনি তার ঘোষিত সময়ের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হবেন। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান হতে হবে। নইলে জাতি আবারো সংকটে পড়বে।

সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমীর এনামুল হক, ছাত্র শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।

মুল্যবান মন্তব্য করুন