ইসি পুনর্গঠনের দাবিতে কাল আগারগাঁওয়ে বিক্ষোভ করবে এনসিপি

আরিফুল ইসলাম , প্রকাশ:20 মে 2025, 11:58 রাত
news-banner
সংস্কার কমিশনের প্রস্তাব আমলে না নিয়ে বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তাই ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। বুধবার (২১ মে) বেলা ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের উপর আস্থা রাখা যায় না।’

তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না।

এ সময় দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।

এই নেতা আরও বলেন, ৫ আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন- জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি।

এ সময় গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান এই আহ্বায়ক।

ঢাকা উত্তরের প্রশাসক মো. এজাজের প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে। সরকারের উচিত বিষয়টি তদন্ত করা।

জনকল্যাণের সরকারের কাজ করা উচিত উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, কোনো দলকে সন্তুষ্ট করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ রয়েছে। সার্বিকভাবে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে সংকট সমাধান হবে। এটা ইসির আস্থা অর্জনে এটা ভূমিকা রাখবে।

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, এ কমিশনকে পুনর্গঠন করার জন্য আগামীকাল আমরা মাঠে নামব।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলামকে আহ্বায়ক করে গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। এটি দেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল।

মুল্যবান মন্তব্য করুন