গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা উপলক্ষ্যে দায়িত্বরত পুলিশের গাড়িতে হামলার পর আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
এতে গোপীনাথ পুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ বিশ্বাস ও গাড়ি চালক কাউসার আহত হয়েছেন। আরেকজনের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, এদিন সকালে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির একটি টহলরত গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব পুলিশ এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে সটকে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
এদিকে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।