নির্বাচন কমিশন ‘শাপলা’ প্রতীক হিসেবে তালিকাভুক্ত করেনি : ইসি সানাউল্লাহ

আরিফুল ইসলাম , প্রকাশ:11 জুলাই 2025, 07:37 সকাল
news-banner

নির্বাচনের বিধিমালায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা ’ প্রতীক হিসেবে রাখা হয়নি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে ‘শাপলা’ তালিকাভুক্ত করেনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অষ্টম কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে আবুল ফজল মো: সানাউল্লাহ এ কথা বলেন।

শাপলা প্রতীক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘শাপলা’ প্রতীক চেয়ে দু’টি রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য ১৭ জুন আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করার এ আবেদন করে। এরপর ২২ জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সুতরাং দু’টি দল এখানে আবেদন করেছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি।’

এর আগে, গত ২২ জুন এনসিপি ইসিতে নিবন্ধনের আবেদন করে। ওইদিন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, আমাদের দলীয় প্রতীকের জন্য তিনটি মার্কার জন্য আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। বাসস

মুল্যবান মন্তব্য করুন