ঈদ ফিরতি যাত্রায় সতর্কতা ট্রেনে মাস্ক পরা বাধ্যতামূলক করলো রেলপথ মন্ত্রণালয়

আরিফুল ইসলাম , প্রকাশ:08 জুন 2025, 07:00 বিকাল
news-banner

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা ট্রেন যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার আবারো ঊর্ধ্বমুখী হওয়ায় ফিরতি যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এই পদক্ষেপ নেয়া হয়েছে, যেখানে বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড-১৯ সংক্রমণ হারের সাম্প্রতিক ঊর্ধ্বগতি বিবেচনা করেই এই নির্দেশনা দেয়া হয়েছে। ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর কয়েক দফায় সংক্রমণ বেড়েছিল, যা নিয়ন্ত্রণে সরকারিভাবে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোসহ কঠোর স্বাস্থ্যবিধি পালনের নির্দেশনা দেয়া হয়েছিল। সংক্রমণ কমার পর এসব বিধিনিষেধ শিথিল করা হলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার আবারো সুরক্ষামূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

মুল্যবান মন্তব্য করুন