বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য যে ভিসা স্থগিত করল সৌদি আরব

আরিফুল ইসলাম , প্রকাশ:31 মে 2025, 03:14 দুপুর
news-banner

বিশ্বের কয়েকটি দেশের জন্য ‘ব্লক ওয়ার্ক ভিসা কোটার’ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ রয়েছে ১৪ দেশ। 

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এটি চলবে ২০২৫ সালের জুন পর্যন্ত, হজ মৌসুমের শেষ পর্যন্ত। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও মরোক্কো।

বিশেষজ্ঞরা মনে করছেন, হজ মৌসুম ঘিরে ভ্রমণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই সময়ের মধ্যে নতুন কোনো ব্লক ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না। 

ব্লক ওয়ার্ক ভিসা কী?
ব্লক ওয়ার্ক ভিসা একটি অনুমোদিত কোটাভিত্তিক পদ্ধতি, যার মাধ্যমে সৌদি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগের অনুমতি পায়। এই কোটার অনুমোদন পাওয়ার পর কোম্পানিগুলো নির্ধারিত প্রার্থীকে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে নিয়ে যেতে পারে।

সৌদি আরবে কর্মসংস্থানের জন্য আগ্রহীরা ও সংশ্লিষ্ট ভ্রমণকারীরা যেন যাত্রার আগে তাদের এয়ারলাইন বা নিকটস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে ভ্রমণযোগ্যতা যাচাই করে নেন, এমন পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর

মুল্যবান মন্তব্য করুন