ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

, প্রকাশ:21 মে 2025, 11:16 দুপুর
news-banner
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৭ জুনকে ঈদের দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (২১ মে) পাওয়া যাবে আগামী ৩১ মে তারিখের টিকিট।

যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

ঈদ উপলক্ষে যুক্ত করা হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। পাশাপাশি সড়কে কোনো গরুর হাট বসবে না এবং চাঁদাবাজিও করতে দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এসব উদ্যোগের কথা জানান তিনি।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রী সাধারণের টিকেট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট সকাল ৮টা হতে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকেট দুপুর ২টা হতে বিক্রি করা হবে।

রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকেট বিক্রি হবে ২৭ মে।

রেল মন্ত্রণালয় জানায়, ঢাকা থেকে বহির্গামী ৪৩টি আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা হবে প্রায় ৩৩ হাজার ৩১৫টি, যা শতভাগ অনলাইনে বিক্রয় করা হবে। আগামী ৩ জুন থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। তবে ঈদুল আজহার দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

রেল মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকেট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকেট ক্রয় করতে পারবে। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকেট স্টেশন কাউন্টার থেকে বিক্রয় করা হবে।

মুল্যবান মন্তব্য করুন