এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

বিডি এডিশন ডেস্ক , প্রকাশ:02 মে 2025, 11:51 দুপুর
news-banner

বিডি এডিশন::

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (০১ মে) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি ছাত্র-জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে গেলেও এ দলটির ব্যানারে তাদের লোকেরা এখনো মিছিল করার সাহস পায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকেই আমরা বলে আসছি, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং এর আইনি বন্দোবস্ত করতে হবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে জড়িত, ফ্যাসিজম কায়েশ করেছে। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত দলটি। এ ছাড়াও বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব অন্যায়ের বিচারের জন্যই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগকে দলগতভাবেও বিচারের দাবি জানিয়েছিলাম। সেটিও দৃশ্যমান হয়নি।

মুল্যবান মন্তব্য করুন