দীর্ঘস্থায়ী শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প

, প্রকাশ:18 জুলাই 2025, 04:00 দুপুর
news-banner
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে ফোলা ভাব ও হাতে কালশিটে দাগ নিয়ে নানা গুঞ্জনের পর বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, তার একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা ধরা পড়েছে, যা বিপজ্জনক নয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেছেন, ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ রোগ ধরা পড়েছে। আর তার ডান হাতে দেখা দেয়া বিবর্ণতার কারণ, ঘন ঘন করমর্দনের ফলে টিস্যুতে জ্বালা এবং হৃদ্‌রোগ প্রতিরোধে ব্যবহৃত নিয়মিত চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে অ্যাসপিরিন সেবন।


হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, এমন শারীরিক পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প এখনো ‘চমৎকার’ স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন।

ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন গত জানুয়ারিতে যখন ক্ষমতা ছাড়েন। সে সময় তার বয়স ছিল ৮২ বছর। ট্রাম্প প্রায়ই অভিযোগ করতেন, বাইডেনের মানসিক ও শারীরিক দুর্বলতা ডেমোক্র্যাটরা ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন।

ট্রাম্প প্রায়ই তার সুস্বাস্থ্য ও উদ্যমের কথা জোর গলায় বলে থাকেন। কিছুদিন আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর তিনি ‘খুব ভালো শারীরিক অবস্থায়’ আছেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন তাকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ফুলে থাকা গোড়ালি ও হাতে কালশিটে দাগ অনেকের নজরে আসে। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল ব্যাপক আলোচনা।

লেভিট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প তার পায়ের নিচের অংশে হালকা ফোলা ভাব লক্ষ করেছিলেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট হাউসের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন। আলট্রাসাউন্ড পরীক্ষায় ট্রাম্পের ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, এটি একটি সাধারণ শিরাজনিত সমস্যা। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। এ সমস্যায় পায়ের কিছু শিরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না।

সূত্র : এএফপি

মুল্যবান মন্তব্য করুন